এক্সক্লুসিভ ডেস্ক : সবচেয়ে বড় পায়ের সাইজ কত হতে পারে? ১০, ১২, ১৫ বা ২০? কিন্তু যদি কারো পা ২৬ সাইজের হয়? হ্যাঁ, এমন একজোড়া পায়ের খোঁজ পাওয়া গেছে। একে বিশ্বের সবচেয়ে বড় পায়ের স্বীকৃতি দিয়েছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস বুক।
এই স্বীকৃতির অধীকারী ব্যক্তির নাম জেসন হার্নান্দেজ। এই ওয়ার্ল্ড রেকর্ড বুকের ২০১৬ সালের এডিশনে আরও যারা নিজেদের নাম যোগ করেছেন তারা হল, ২০ বছর বয়সি ভেনিজুয়েলার দ্রুতগামী কচ্ছপ, একটি তুলতুলে খরগোশ এবং একটি লাফ দিয়ে বল ধরা কুকুর। আর তার সাথে যোগ হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শিং ওয়ালা প্রাণী ও দ্রুততম মানব।
গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস বই চালু হয় ১৯৫৫ সালে। যা ১৩৪ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল প্রায় ১০০টি দেশে এবং অনুবাদ করা হয়েছিল ২১টি ভাষায়।
এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেনডি বলেন, ‘পাঠকরা এই বই পড়তে বেশ উপভোগ করেন কারণ এর মাঝে আছে অনেক বেশি নতুনত্ব, অবাক করার মত বিষয়। যা মানুষ জানতে পছন্দ করেন।’
তিনি আরও বলেন, ২০১৬ সালের এডিশনে বেশ কিছু চমকপ্রদ তথ্য যা পাঠকদের আনন্দ দেওয়ার পাশাপাশি বেশ অবাকও করবে। সূত্র: ডেইলি মিরর
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস