বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৩:০৯

৫ মিনিটে ২ হাজার লোকের রান্না করলো রোবট!

৫ মিনিটে ২ হাজার লোকের রান্না করলো রোবট!

এক্সক্লুসিভ ডেস্ক: যত কাণ্ড ঘটছে চীনে! মানুষকে অবাক করার মতো এমন সকল ঘটনা ঘটিয়ে যাচ্ছে চীনারা। এখন থেকে অার নাকি নিজেকে কষ্ট করে রান্না করতে হবে না। আপনার কষ্টের কাজটি করে দিবে রোবট। এই রোবটের রান্নও নাকি বেজায় স্বাদ। সে স্বাদের রান্ন খেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে সুদূর চীনদেশে। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে রাঁধুনি হিসেবে নিয়োগ করা হয়েছে দুটি রোবটকে। সেই রোবট রাঁধুনিরা এতটাই দক্ষ যে, ৪ থেকে ৫ মিনিটের মধ্যে প্রায় ২০০০ জনের রান্না করে ফেলছে তারা। চীনের হেইলংজিয়াং প্রদেশের নর্থইস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে এই রোবট রাঁধুনিদের নিয়োগ দেওয়া হয়েছে।

নর্থইস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটির ক্যান্টিন নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে তামাম দুনিয়ায়। চর্চার বিষয় বিশ্ববিদ্যালয়ের দুই রাঁধুনিকে নিয়ে। তারা মানুষ নয়, দু’জনেই রোবট। ক্যান্টিনের ম্যানেজার ইয়েনচেন সম্প্রতি এই দুই রোবটকে নিয়োগ করেছেন রাঁধুনি হিসেবে। তারপর থেকেই ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী, শিক্ষকদের নিত্যনতুন রান্না করে খাওযাচ্ছে দুই রোবট। সে রান্না সুস্বাদু তো বটেই, অত লোকের রান্না করতে রোবট দুটির সময় লাগছে মাত্র ৫ মিনিট।

ইয়েচেন জানাচ্ছেন, ‘রোবট দুটি ২ হাজারের বেশি রেসিপি জানে। দক্ষ রাঁধুনি। কোন রান্নায় কতটা তেল-মশলা লাগবে, কতক্ষণ আঁচে রাখতে হবে, সে সব বিষয়ে তত্‍‌পর রোবট দুটি। এমনকি রান্নার জ্বালানিও প্রায় ৫০ শতাংশ সাশ্রয় করছে তারা’।
১০ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে