মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ০৯:০৪:৩৯

হোয়াটসঅ্যাপ চালু করলো ভিডিও কল, কীভাবে ব্যবহার করবেন?

হোয়াটসঅ্যাপ চালু করলো ভিডিও কল, কীভাবে ব্যবহার করবেন?

এক্সক্লুসিভ ডেস্ক : চালু হয়ে গেল হোয়াটসঅ্যাপ ভিডিও কল। অনেকদিনের জল্পনার অবসান হল। অবশেষে অ্যানড্রয়েড ও আইফোনের জন্য চালু হল ভিডিও কল। পরীক্ষামূলকভাবে হলেও এখনই বিটা ভার্সান থেকে ভয়েস কলের পাশাপাশি ভিডিও কলও করা যাচ্ছে। আগামী কিছু দিনের মধ্যেই সকলে ফোন করতে পারবেন।

কিছুদিন আগেই হোয়্যাটসঅ্যাপ জিফ ফাইল সাপোর্ট-এর সুবিধা এনে দিয়েছে। ইতিমধ্যেই তা জনপ্রিয় হয়ে উঠেছে। এবার অডিও কলের সঙ্গে ভিডিও কল শুরু হওয়ায় হোয়াটসঅ্যাপ আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

অনেকদিন ধরেই হোয়াটসঅ্যাপে ভিডিও কল চালু করার জন্য প্রচেষ্টা চলছিল। সেটা পুরোপুরি শুরু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ থেকে কল করতে চাইলে দু’টি অপশন পাওয়া যাবে। ভয়েস কল অথবা ভিডিও কলের অপশন পাওয়া যাবে। সেখান থেকে ভিডিও কল অপশন বেছে নিলেই হবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্রাথমিকভাবে ফোরজি-র মাধ্যমে ভিডিও কলের সময়ে ছবিতে কিছুটা সমস্যা দেখা যাচ্ছ। তবে আগামী কয়েকদিনের মধ্যে সেই সমস্যা মিটিয়ে ফেলা হবে।

এখনই কেউ হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে ভিডিও কল করতে চাইলে গুগ‌্ল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রাম ডাউনলোড করতে হবে। সেখানে ‘জয়েন ইন অপশন’-এ ক্লিক করলে রিকোয়েস্ট প্রসেস করতে ৫ থেকে ১০ মিনিট সময় নেবে গুগ‌‌্ল সার্ভার। এর পরে হোয়াটসঅ্যাপে গিয়ে ‘চ্যাট ব্যাকআপ’ নিয়ে অ্যাপটি আন-ইনস্টল করতে হবে। এর পরে গুগ‌্ল প্লে স্টোরে গিয়ে নতুন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে। এবেলা।

২৫ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে