সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৫০:০৪

এবার মোটা অঙ্কের লাভ যে ব্যাংকে মাত্র ৫ হাজার টাকার ডিপিএসে!

এবার মোটা অঙ্কের লাভ যে ব্যাংকে মাত্র ৫ হাজার টাকার ডিপিএসে!

এমটিনিউজ২৪ ডেস্ক : সঞ্চয়পত্রের বাইরে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ খুঁজছেন? পূবালী ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) হতে পারে একটি চমৎকার সমাধান। ব্যাংকটি বর্তমানে ১০ বছর মেয়াদী পাবলিক পেনশন স্কিমে (PPS) ৭.৫০% হারে মুনাফা প্রদান করছে।

উদাহরণস্বরূপ, কেউ যদি মাসিক ৫ হাজার টাকা জমা দিয়ে পূবালী ব্যাংকের ১০ বছর মেয়াদি ডিপিএসে বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তার মোট সঞ্চয় দাঁড়াবে প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। এতে তার নিট লাভ হবে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা, যা ৭.৫০% সুদ হারে সুদসংযুক্ত হিসেব করে নির্ধারিত।

ডিপিএসের এই ধরনের বিনিয়োগে মাসিক কিস্তি পরিশোধ সহজ, এবং দীর্ঘমেয়াদে তা মোটা অঙ্কের সঞ্চয়ে রূপ নিতে পারে। বিশেষ করে অবসর পরিকল্পনার জন্য এটি হতে পারে একটি সুরক্ষিত ও লাভজনক পথ।

ডিপিএসের মূল বৈশিষ্ট্য:
মেয়াদ: ৩, ৫, ৭ ও ১০ বছর
সুদের হার: সর্বোচ্চ ৭.৫০% (৭ ও ১০ বছর মেয়াদে)
কিস্তির পরিমাণ: সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু

পূবালী ব্যাংকের এই স্কিম বিশেষভাবে মধ্যবিত্ত ও চাকরিজীবী শ্রেণির সঞ্চয় পরিকল্পনায় সহায়ক হবে বলে মনে করছেন ব্যাংক বিশ্লেষকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে