শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ১১:২৬:০০

ব্রিটেন থেকে গুজরাত, গাড়ি চালিয়ে রেকর্ড গড়লেন এই নারী

ব্রিটেন থেকে গুজরাত, গাড়ি চালিয়ে রেকর্ড গড়লেন এই নারী

এক্সক্লুসিভ ডেস্ক : ব্রিটেন থেকে ভারতে গাড়ি চালিয়ে আসার প্রস্তাব দিলে নিশ্চয় আপনি তা পাগলের প্রস্তাব বলে হেসে উড়িয়ে দেবেন? কি তাই তো? কিন্তু এমন পাগলামি করেই, রেকর্ড গড়ে ফেললেন একজন৷ যার নাম ভারুলতা কাম্বলে৷ তবে তাঁর এই লম্বা সফরের পেছনে রয়েছে ক গুরুত্বপূর্ণ কারণ।

প্রায় ৩২,০০০কিলোমিটার, ব্রিটেন থেকে গুজরাত পর্যন্ত, এই সমগ্র রাস্তা একাই গাড়িয়ে চালিয়ে এলেন তিনি। মাঝখানে দেখে ফেললেন, একটা বা দুটো নয়, মোট ৩২টা দেশ৷ শুধু ভারতই নয়, পৃথিবীতে তিনি প্রথম মহিলা যিনি, ৫৭দিনে এই গোটা পথ অতিক্রম করলেন। গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডেও তাঁর এই কীর্তি উঠে আসবে বলে শোনা যাচ্ছে।

নৃত্য এবং সংগীতপ্রেমী ভারুলতা, উন্নত হাসপাতল এবং পরিষেবার অভাবে নিজের দাদুকে হারিয়েছিলেন। তাই তিনি চান না, এমন ঘটনার পুনরাবৃত্তি হোক কারোর সঙ্গে৷ তাই তিনি প্রতিটি দেশ অতিক্রম করার সময়, তাঁর হাসপাতালের জন্য ফান্ডের টাকাও জোগাড় করতে থাকেন। আর সেই অর্থে তৈরি করতে চান একটি হাসপাতাল। শুধু তাই নয়, এই ভ্রমনকালে তিনি নারী শক্তির বিকাশ এবং কন্যাসন্তানদের বেড়ে ওঠা এবং শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কেও বার্তা দেন। -কলকাতা২৪।
০২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে