শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৬:৩৪

বিশ্বের যে দশটি শহরে মানুষ সবচেয়ে বেশি যায়

বিশ্বের যে দশটি শহরে মানুষ সবচেয়ে বেশি যায়

এক্সক্লুসিভ ডেস্ক: আচ্ছা, গত বছর আপনি কোন শহরে সবচেয়ে বেশিবার গেছেন? ঢাকা, কলকাতা নাকি ইউরোপের কোনো শহর? এই তালিকায় থাকছে বিশ্বের সেই দশটি শহরের কথা, যেখানে গতবছর সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেছে৷

১. হংকং

ইউরোমনিটর ইন্টারন্যাশনালের প্রকাশিত ২০১৫ সালে সবচেয়ে ভ্রমণকৃত দশ শহরের তালিকায় প্রথমে রয়েছে এশিয়ার হংকং৷

২. লন্ডন, ইংল্যান্ড

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডন৷ শহরটিতে পর্যটকদের কমতি নেই, যদিও সবার পক্ষে সহজেই সেখানে যাওয়া সম্ভব নয়৷

৩. সিঙ্গাপুর

সিঙ্গাপুরে যেতে অনেক দেশের মানুষের ভিসা লাগে না৷ এশিয়ার এই উন্নত শহরটিতে প্রতিবছর অসংখ্য মানুষ ভ্রমণ করেন৷

৪. ব্যাংকক, থাইল্যান্ড

শুধু এশীয় নন, বহু ইউরোপীয় এবং অ্যামেরিকানদের প্রিয় গন্তব্য ব্যাংকক৷ কেনাকাটা, বিশ্রাম এবং আরামের জন্য ব্যাংকক বেশ প্রসিদ্ধ৷

৫. প্যারিস, ফ্রান্স

প্যারিসের রয়েছে নিজস্ব সংস্কৃতি, রূপ৷ ফ্রান্সের রাজধানীতে দর্শনার্থীর তাই কমতি নেই৷ গতবছর সন্ত্রাসী হামলার পর স্বাভাবিকভাবেই এ শহরের নিরাপত্তা বাড়িয়েছে ফ্রান্স৷

৬. মাকাউ, চীন

চীনের মাকাউ শহর রয়েছে তালিকার ষষ্ঠ অবস্থানে৷ পর্যটকদের কাছে চীনের অন্যতম আকর্ষণ এই শহর৷

৭. সেনজেন, চীন

ইউরোমনিটরের তালিকায় স্থান পেয়েছে চীনের একাধিক শহর৷ ২০১৫ সালে সর্বাধিক ভিজিটেড শহরগুলোর মধ্যে সেনজেন আছে সাত নম্বরে৷

৮. নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে যাবেন আর নিউ ইয়র্ক ভ্রমণ করবেন না, তা কি হয়? স্বাভাবিকভাবেই এই শহরের নাম ছাড়া ভ্রমণের যে কোনো তালিকাই অসম্পূর্ণ থেকে যায়৷


৯. ইস্তানবুল, তুরস্ক

তুর্কি সীমান্তে জঙ্গিদের আনাগোনা, এমনকি দেশের ভেতরে একাধিক বোমা হামলার পরও ইস্তানবুল পর্যটকদের আকর্ষণ করে চলেছে৷

১০. কুয়ালালামপুর, মালয়েশিয়া

মালয়েশিয়া এয়ারলাইন্সের দু’টি বিমান বিধ্বস্ত হওয়া সত্ত্বেও কুয়ালালামপুরে পর্যটকের কমতি দেখা যাচ্ছে না৷ তালিকায় দশ নম্বরে আছে একসময় মাহাথির মোহাম্মদের হাত ধরে উন্নতির শিখরে ওঠা শহরটি৷-ডিডব্লিউ
২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে