শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৯:১১

ফের তৈরি হচ্ছে নতুন টাইটানিক

ফের তৈরি হচ্ছে নতুন টাইটানিক

এক্সক্লুসিভ ডেস্ক : ফের তৈরি হচ্ছে টাইটানিক। বিশাল বলরুম, তাগড়াই ভাঁটি খানা, ঠিক যেমনটা সিনেমায় দেখা গিয়েছিল, অবিকল তেমনই। নতুন করে টাইটানিক তৈরি করছে চীন। দৈর্ঘ্যে ২৬৯ মিটার, প্রস্থে ২৮ মিটার। কেট উইন্সলেট আর লিওনার্দো ডি ক্যাপ্রিয়ো অভিনীত ছবিটিতে যে ঝকঝকে ঝলমলে বিশাল জাহাজ দেখা গিয়েছিল, সেই জাহাজের আদলেই তৈরি হচ্ছে নতুন টাইটানিক।

বলরুম, সুইমিং পুল, যেমন থাকছে শুধু আধুনিক পরিষেবা হিসেবে এতে যোগ হচ্ছে ওয়াই ফাই। ২০১৪ সালে টাইটানিকের আদলে এই জাহাজ তৈরির কথা প্রথমবারের জন্য ঘোষণা করে চীন। আনুমানিক ১৫০ বিলিয়ন ইউয়েন খরচ হওয়ার কথা এই জাহাজ তৈরির কাজে। তবে টাইটানিকের মত দেশ বিদেশে পাড়ি দেবেনা এই জাহাজ, নোঙর করা থাকবে সিচুয়ান প্রদেশের সৈকতে।

এই জাহাজকে কেন্দ্র কয়েই কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হবে একটি থিমাপার্ক। পর্যটকরা যখন খুশি পর্দায় বা ইতিহাসের বইয়ে পড়া টাইটানিককে সামনা সামনি দেখতে পাবেন এখানে এলেই। হাজার রকমের বাজি ফাটিয়ে জাহাজের কাজ বৃহস্পতিবার শুরু করার পরেই জানিয়ে দেওয়া হয়েছে, আনুমানিক ২ বছরের মধ্যেই এই পার্কটি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।    আজকাল

২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে