শনিবার, ০৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০৬:৩৮

সাদা না বাদামি রঙের ডিম, কোনটা বেশি ভালো?

সাদা না বাদামি রঙের ডিম, কোনটা বেশি ভালো?

এক্সক্লুসিভ ডেস্ক: বাজারে সাদা এবং বাদামি দুই রঙের ডিম পাওয়া যায়। অনেকেই দ্বিধা দ্বন্ধে থাকেন আসলে কোনটা পুষ্টিকর। অনেকেই আবার ডিমের খোসাকে প্রাধান্য দেন। ভাবেন বাদামি খোসার ডিম বেশি পুষ্টিকর সাদা ডিমের তুলনায়। আসলেই কি সাদা রঙের ডিম এবং বাদামি রঙের ডিমের মধ্যে পার্থক্য রয়েছে?     

যদি পুষ্টিগুণের কথা বিবেচনা করা হয়, তবে সাদা রঙের ডিম এবং বাদামি রঙের ডিমের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ভিজিটিং ফেলো ইন অ্যানিমেল সায়েন্স অ্যাট কর্নেল ইউনিভার্সিটি ট্রো ভি.বুই (Tro V. Bui) বলেন, “ সাদা খোসা ডিম এবং বাদামি খোসা ডিমের পুষ্টিগুণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। যদিও বাদামি খোসা ডিমে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিছুটা বেশি রয়েছে কিন্তু তা খুবই সামান্য”।   পুষ্টিবিদ Niharika Ahluwalia বলেন, “ সাদা রঙের ডিম এবং বাদামি রঙের ডিমের মাঝে পার্থক্য নেই, কিন্তু বর্তমান সময়ে অর্গানিক ডিমগুলোও বাদামি হওয়ার কারণে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে বাদামি ডিম মানেই অর্গানিক নয়, এর মুরগিকে অর্গানিক খাবার খাওয়ানোর পরিবর্তে সাধারণ খাবারও খাওয়ানো হতে পারে”।  

মুরগির ডিম কি রঙের হবে তা মুরগির প্রজাতির উপর নির্ভর করে। সাধারণত সাদা রঙের ডিম সাদা পালকের মুরগি থেকে এবং বাদামি রঙের ডিম বাদামি বা লালচে পালকের মুরগি থেকে পাওয়া যায়। এছাড়া অন্যান্য প্রজাতির মুরগি রয়েছে যা অন্য রঙের অথবা দাগযুক্ত ডিম পাড়ে।

ডিমের খোসার রঙের সাথে কি স্বাদের কোনো সম্পর্ক রয়েছে? একদমই না। মূলত ডিমের স্বাদ মুরগির খাবারের উপর নির্ভর করে। যদি সাদা রঙের ডিম পাড়া মুরগি এবং বাদামি রঙের ডিম পাড়া মুরগিকে একই খাবার খাওয়ানো হয়, তাহলে এদের ডিমের স্বাদে খুব বেশি পার্থক্য পাওয়া যাবে না।

বাদামি রঙের ডিমের দাম সাদা রঙের ডিমের তুলনায় বেশি হওয়ার কারণে অনেকে মনে করেন বাদামি রঙের ডিম বেশি পুষ্টিকর। কিন্তু তা সত্য নয়। বাদামি রঙের ডিমের দাম বেশি হওয়ার কারণ হলো বাদামি রঙের ডিম সাদা রঙের ডিমের তুলনায় আকারে বড় হয়ে থাকে। এছাড়া লালচে বা বাদামি রঙের পালকের মুরগি বেশি খাবার খেয়ে থাকে সাদা রঙের মুরগির তুলনায়। যার কারণে ডিমের দাম কিছুটা বেশি হয়।
৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে