মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০২:৪০:৪৪

হঠাৎ রাস্তায় তৈরি হল বিশাল গর্ত, দুর্ঘটনায় যাত্রীসহ গাড়ি!

হঠাৎ রাস্তায় তৈরি হল বিশাল গর্ত, দুর্ঘটনায় যাত্রীসহ গাড়ি!

এক্সক্লসিভি ডেস্ক : ঘড়িতে বাজে সাড়ে ৭টার একটু বেশি। লম্বা দিনের শহরে সন্ধ্যা প্রায় হয় হয়। ব্যস্ত রাস্তায় চলছে গাড়ি।

হঠাৎ করেই কংক্রিটের রাস্তায় ফাটল ধরল। চোখের পলকে রাস্তার মাঝ বরাবর ভেঙ্গে গিয়ে তৈরি হলো বিশাল এক গর্ত। গর্তের ফাঁক দিয়ে নিচে নর্দমার পানির স্রোতে যাত্রীসহ পড়ে যায় দু’টো প্রাইভেট কার।

এক গাড়ির আরোহীকে পথচারী টেনে তুলে কোনোমতে বাঁচাতে পারলেও অন্য গাড়িতে থাকা ব্যক্তিকে আর বাঁচানো গেলো না।

সিনেমার কাহিনীর মতো মনে হলেও বাস্তব এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরের একটি শিল্প এলাকায়।

নিহত ব্যক্তি ছিলেন শহরের বেক্সার কাউন্টি শেরিফের সহকারি ডোরা লিন্ডা নিশিহারা। দুর্ঘটনায় তার গাড়িটি উল্টে কাদা-পানিতে পুরোপুরি ডুবে যাওয়ায় তিনি আর বের হওয়ার সুযোগ পাননি বলে সোমবার এক জানিয়েছেন ফায়ার চিফ চার্লস হুড।

ঘটনাস্থল এবং তার আশেপাশে বেশ কিছুদিন ধরেই নগর কর্তৃপক্ষ “আগ্রাসী ও কার্যকর” কর্মসূচি চালাচ্ছে বলে ওই সংবাদ সম্মেলনে জানান স্যান অ্যান্টোনিওর মেয়র আইভি টেইলর।

সোমবার প্রধান সড়কের নিচে নর্দমার পানি বহনকারী দু’টি পাইপের সংযোগস্থল ভেঙ্গে গেলে রাস্তা ফেটে প্রায় ১২ ফুট চওড়া গর্তের সৃষ্টি হয়। পাইপ দু’টির মধ্যে একটি বছরখানেক আগে বদলানো, আর আরেকটা ২০-৩০ বছর পুরনো।

বিশাল গর্ত থেকে গাড়িগুলো বের করে আনতে দমকল বাহিনীর ১শ’ টনের ক্রেন ব্যবহার করতে হয়েছে। -চ্যানেল আই।
০৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে