মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৬:৫২

আমি চলে যাবার পরেও : মাহবুবুল হক শাকিল

আমি চলে যাবার পরেও : মাহবুবুল হক শাকিল

মাহবুবুল হক শাকিল : আমি চলে যাবার পরেও ঢাকার রাস্তায় থাকবে নিত্যদিনের যানজট, রিকশার টুংটাং, পথচলতি মানুষের মিছিল, মফস্বল থেকে আসা বোকা মুখের বিস্ময়।

রাজনীতির তুমুল তর্ক থাকবে, ক্ষমতার পালা-বদল থাকবে, চলমান থাকবে বহুতল ভবনের নির্মাণ। থাকবে আজকের মতোই ভালবাসা-বাসি বিরহী প্রেমিকের বিষন্নতা, অভিমানী প্রেমিকার কান্না। চলে যাবার পরেও থেমে থাকবেনা সূর্যোদয় এবং সূর্যাস্ত, জন্ম এবং সৎকার।

যে প্রিয় বইয়ে বারবার ছোঁয়াতাম তৃষার্ত আঙুল তেমনি আর কারো আঙুল ছুঁয়ে যাবে আরেকটি বইয়ের পাতা।

শূন্য থাকবেনা পানশালায় প্রতিদিনের নির্ধারিত চেয়ার জানালার পাশে, যেখানে বসে স্থবির আমি চলাচল শহর দেখতাম।

আমার মা সন্তান বিয়োগের দুঃখে চোখ ভাসাবেন জলে, প্রাকৃতিক নিয়মেই; দীর্ঘতর হবে আমার পিতার জায়নামাজে বসে থাকার স্থিতিকাল।

একমাত্র সহোদর নিঃসঙ্গ হতে হতে একসময় বুঝে যাবে একাকিত্বই জীবনের মৌলিক ভ্রাতা, ইচ্ছা বা অনিচ্ছায়।

মেনে নিতে কষ্ট হবে প্রিয়তমা কন্যার, ঘুমের মধ্যে স্বপ্ন আর স্বপ্নজুড়ে আমাকে দেখে সারারাত জেগে থাকবে বোবা কান্না নিয়ে। একসময়ে সেও বড়ো হবে, পিতাকে নিয়ে সযতনে রাখা কষ্ট-স্মৃতি ফিকে হয়ে আসবে নতুন স্বপ্নের উৎসবে। কোন একদিন সুখী হবে আমার আত্মজা।

চলে যাবার পথে আমি দূরদ্বীপবাসিনী দুটি চোখ দেখি, সেই চোখে আমি কোন কোন কান্না দেখিনা। পেশাদারি ব্যস্ততা দেখি, সংসার সাজানোর নিত্য-নতুন আয়োজন দেখি।

কেবলমাত্র দুর্লভ অবসরে মীর্জা গালিব বা রবীন্দ্রনাথ যখন তার সঙ্গী তখন টের পাই আমার চলে যাওয়ার পথে এক বিরল দীর্ঘশ্বাস, মুক্তার দানার মতো অশ্রুবিন্দু। আমি চলে যাবার পর পৃথিবীর আর কোন ভাবান্তর দেখিনা।

লেখক : সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে