বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ০২:১৩:৩৩

রাস্তার মধ্যে বিশাল গর্ত, তলিয়ে গেল দুটি গাড়ি!

রাস্তার মধ্যে বিশাল গর্ত, তলিয়ে গেল দুটি গাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : চলছিল গাড়ি ঠিক মতোই হঠাৎ করে দেখে পানি পড়ে হাবুডুবু খাচ্ছে গাড়! কি হলো! রাস্তার মধ্যে বিশাল গর্ত।  আর সেই গর্তের পানিতেই তলিয়ে গেল আস্ত দুটি গাড়ি। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এমন ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে সান অ্যান্টোনিও শহরে। ।

রাস্তার নিচে পাইপ। আর সেই পাইপ ফেটেই বিপত্তি। ১২ ফুট গভীর গর্ত। সেই গর্তের মধ্যেই তলিয়ে যায় গাড়ি দুটি। জানা গিয়েছে, একবছর আগেই তো পাইপ টা সারানো হয়েছে। তাহলে? অভিযোগ যে পাইপটা লাগানো হয়েছিল সেটা নাকি এক দশক পুরনো।

স্থানীয় মেয়র জানাচ্ছেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় নাকি পুরানো ওই পাইপ সারাতে গিয়েই রাস্তায় ফাটল ধরে। আর বৃষ্টির জন্যই নাকি এই ফাটল আর ও ভয়াবহ আকার নেয়।

স্থানীয় প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, ঘটনাস্থলে পাইপে একটি জয়েন্ট রয়েছে। সেই জয়েন্ট খুলে গিয়েই বিপত্তি। ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধারকারী দল। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় একজনের। অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় মৃত্যু হয় একজনের। জলে হাবুডুবু খাওয়া ভয়াবহ এই ফাঁদ থেকে আরও একজনকে উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি সান অ্যান্টোনিওর এক নিরাপত্তাকর্মী। মৃত্যুর সময় না কি ওই কর্মী ইউনিফর্ম পড়ে ছিলেন। এবং তার গাড়িটা ছিল অর্ধেক নিমজ্জিত অবস্থায়।

৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে