এক্সক্লুসিভ ডেস্ক: ধরুন আপনার চারপাশে দিনের চব্বিশ ঘণ্টায় শুধু বাইক আর বাইক। এদিক থেকে ওদিক শুধু ছুটে বেড়াচ্ছে। কোথাও কোনও বিপদ হলে মাত্র ধরে ফেলছে। কেউ গতিসীমা লঙ্ঘন করছে কিনা, কিংবা কেউ অবৈধ পার্কিং করেছে কিনা। এসব হলে মাত্র টিকিট ধরিয়ে দিচ্ছে। আর এসব করছে কোনও রক্ত মাংসের মানুষ নয় করছে পুলিশ বাইক। চমকে যাওয়ার কিছু নেই এবার এমনটাই হতে চলছে। তবে কবে নাগাদ এটি রাস্তায় দেখা যাবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এটা নিশ্চিত এমন একটি পুলিশ ড্রোন বাইকের নকশা এরই মধ্যে করে ফেলেছেন বিজ্ঞানীরা। যার নাম দিয়েছেন ইন্টারসেপটর। আর বলছেন শিগগিরই এমন বাইক বাস্তবেও দেখা যাবে।
কানাডীয় মেকানিকাল ইঞ্জিনিয়ার চার্লস বোম্বারডিয়ার জানিয়েছেন, এ আর এমনকি? টেকনোলজি দিয়ে সবকিছু সম্ভব। বোম্বারডারের সংস্থার নাম ইমাজিন্যাক্টিভ। যার মানেই হচ্ছে কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার। নেক্সট জেনারেশনের জন্যই তার এই বিশেষ নিউ টেকনোলজি বাইক। তিনি বলেন, অনেক বছর ধরেই আমরা ট্রাফিক ক্যামেরা ব্যবহার করছি, কিন্ত এই মনুষ্যবিহীন ভেইকাইলের অগ্রগতির যুগে পুলিশেরও এমন ব্যবস্থা থাকা প্রয়োজন, পাবলিকের সুবিধার জন্য এমন ব্যবস্থা তাদের দ্রুততর পরিসেবা ও নিরাপত্তার মান নিশ্চিত করবে। তিনি জানান এই মোটরবাইক টহল দেওয়ার সময় লাইসেন্স প্লেটগুলো স্ক্যান করবে আর রিয়েল টাইম ভিডিও করে অপরাধীদের আইডেন্টিফাই করবে। আর যদি কোথাও আইন লঙ্ঘন করা হয় তবে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অ্যাটোম্যাটিকভাবে মেল বা ম্যাসেজ পাঠিয়ে দেবে।-কলকাতা২৪
৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস