রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৫:১১

মার্কিন পরমাণু বিমান ধ্বংস করতে সব প্রস্তুুতি সম্পন্ন চীনের!

মার্কিন পরমাণু বিমান ধ্বংস করতে সব প্রস্তুুতি সম্পন্ন চীনের!

এক্সক্লুসিভ ডেস্ক : দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার বোমারু বিমান উড়িয়েছে বেইজিং। গত এক বছরের মধ্যে এই প্রথম এ এলাকার ওপর দিয়ে চীনের এইচ-৬ বোমারু বিমান উড্ডয়ন করল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, সম্প্রতি এ এলাকার ওপর দিয়ে এইচ-৬ বোমারু বিমান উড্ডয়ন করেছে। এইচ-৬ বিমানকে পাহারা দেয়ার জন্য চীনা কয়েকটি যু্দ্ধবিমানও এর সঙ্গে ছিল।

কয়েক দশকের মার্কিন কূটনৈতিক নীতিমালা ভেঙে তাইওয়ানের নেতার সঙ্গে ট্রাম্পের ফোনালাপের পরই দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের ওপর দিয়ে বেইজিংয়ের পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিমান উড্ডয়ন করে।

এর মাধ্যমে আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর বার্তা দেয়া হয়েছে। পাশাপাশি চীন নিজের সামরিক শক্তি দেখিয়েছে বলেও মনে করছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। সূত্র : ওয়েবসাইট
১১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে