সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬, ০৬:২০:৫৯

কে এই সুন্দরী, জানলে ভয় পাবেন অনেকেই!

কে এই সুন্দরী, জানলে ভয় পাবেন অনেকেই!

এক্সক্লুসিভ ডেস্ক: সাত বছর আগে খাইবার পাকতুনখোয়ারের সেশন কোর্টের সামনে একটি বিস্ফোরণের জেরে রাফিয়া কাসিম বেগ ঠিক করেন, জঙ্গি মোকাবিলায় দেশের হয়ে কাজ করবেন তিনি। সাত বছর আগে পুলিশ ফোর্সে ভর্তি হন তিনি।

একা রামে রক্ষে নেই, তায় সুগ্রীব দোসর— কথাটা বড় বেশি মনে হতে পারে এই সুন্দরীকে দেখলে।

বয়স ২৯। ইন্টারন্যাশনাল রিলেশাসন নিয়ে স্নাতকোত্তর করার পরে, ইকনমিকস নিয়েও মাস্টারস করেন রাফিয়া কাসিম বেগ। রাফিয়া, খাইবার পাকতুনখোয়ার বাসিন্দা। পড়াশোনায় এতো ডিগ্রি থাকার জন্য রাফিয়া অনেক ভাল কোম্পানিতে চাকরির প্রস্তাব পান। কিন্তু, তাঁর ‘প্যাশন’ ছিল অন্য কিছুই।

সাত বছর আগে খাইবার পাকতুনখোয়ারের সেশন কোর্টের সামনে একটি বিস্ফোরণের জেরে রাফিয়া কাসিম বেগ ঠিক করেন, জঙ্গি মোকাবিলায় দেশের হয়ে কাজ করবেন তিনি। সাত বছর আগে পুলিশ ফোর্সে ভর্তি হন তিনি। এবার তিনি বিডিইউ-তে যোগ দেবেন। বিডিইউ, অর্থাৎ বম্ব ডিসপোজাল ইউনিট। ১৫ দিনের একটি স্পেশাল ট্রেনিংয়ের পরে, আর কয়েক দিনের মধ্যেই সুন্দরী এই যুবতীকে দেখা যাবে পাকিস্তান সেনাবাহিনীতে।

প্রসঙ্গত, রাফিয়া কাসিম বেগ দেশের প্রথম মহিলা, যিনি পাকিস্তানের বম্ব স্কোয়াডের মেম্বার হবেন।-এবেলা
১২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে