বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:১০:০১

১ মিলিয়ন ডলার চুরি, গেম কিনে ৪০০ মিলিয়ন ডলার আয়!

১ মিলিয়ন ডলার চুরি, গেম কিনে ৪০০ মিলিয়ন ডলার আয়!

এক্সক্লুসিভ ডেস্ক : ধরুন আপনার হাতে কোনোভাবে ৪.৮ মিলিয়ন ডলার পরিমাণ অর্থ আসল। আপনি তা দিয়ে করবেন? আপনি কি তা যাচ্ছেতাই ভাবে ব্যয় করে শেষ করে ফেলবেন? নাকি ঋণ শোধ বা শেয়ার বাজার ও সম্পদে বিনিয়োগ করবেন?

এক চোর তার নিয়োগকর্তার কাছ থেকে ৪.৮ মিলিয়ন ডলারের বেশি চুরি করতে সক্ষম হয়। এরপর সেখান থেকে পুরো ১ মিলিয়ন ডলার সে শুধু গেম অফ ওয়ার এর অ্যাপ কিনে ব্যয় করে।

গেম অফ ওয়ার হলো একটি মোবাইল স্ট্র্যাটেজি গেম যেখানে লোকে নিজেদের সাম্রাজ্য তৈরি করে। সাম্রাজ্যিক যুগের কথা চিন্তা করুন, কিন্তু তাও আবার শুধু অ্যাপ কেনার মাধ্যমে। গেমটি ২০১৪ সালে ৪০০ মিলিয়ন ডলার আয় করে। আর এর বিজ্ঞাপনে কেট উপটন এবং মারায়া কেরির মতো হলিউড তারকারা অভিনয় করেন।

চোরটি হলেন ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টোর কেভিন লি কো। ২০০৮ সাল থেকে শুরু করে তিনি ৭ বছর ধরে তার মালিকের অর্থ চুরি করেন। চুরি শুরু করার এক বছর পর তিনি তার চাকরিদাতার অ্যাকাউন্টিং বিভাগের প্রধান নিযুক্ত হন। বিবিসির তথ্য মতে তিনি ২০১৫ সাল পর্যন্ত তার এই চুরি কর্ম লুকিয়ে রাখতে সক্ষম হন।

কোর মালিক হল্ট একজন ট্রাক্টরের যন্ত্রপাতি ডিস্ট্রিবিউটর। তিনি তার চুরি করা বাকি টাকা বিলাসবহুল গাড়ি, প্লাস্টিক সার্জারি এবং সান ফ্রান্সিসকো ফর্টি নাইনারস এবং সাক্রামেন্টো কিংস এর মৌসুম টিকেট ক্রয়ে ব্যয় করেন।

আগামী মে মাসে তাকে সাজা দেওয়া হবে। তার বিরুদ্ধে তার জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। এতে তার সর্বোচ্চ ২০ বছর করে সাজা হতে পারে। তবে যুক্তরাষ্ট্র সরকারের অ্যাটর্নি তার সাজা আরো কমিয়ে আনার ব্যবস্থা করেছেন। সূত্র : দ্য নেক্সট ওয়েব
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে