বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০২:১৭:১৯

গ্রামে ঢুকে ছাগলের টোপে ফাঁদে পড়ল বাঘিনী

গ্রামে ঢুকে ছাগলের টোপে ফাঁদে পড়ল বাঘিনী

এক্সক্লুসিভ ডেস্ক : দু’দিন ধরে গ্রামে তার অস্তিত্ব টের পাচ্ছিলেন গ্রামবাসীরা। প্রথমে একটি বনবিড়ালকে মেরেছিল সে। তার পরে গ্রামের দু’জন বাসিন্দা তাকে দেখতেও পেয়েছিল। অবশেষে বনদফতরের পাতা ফাঁদে ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার, থুড়ি টাইগ্রেস।

গত সোমবার ভারতের পীড়খালির জঙ্গল থেকে মাতলা নদী সাঁতরে দক্ষিণ ২৪ পরগনার কিশোরীমোহনপুর গ্রামে ঢুকে পড়েছিল একটি বাঘ। গ্রামে বাঘ ঢুকেছে বুঝতে পেরেই বন দফতরে খবর দেন গ্রামবাসীরা। সোমবার রাতেই বাঘ ধরার জন্য ফাঁদ পাতেন বন দফতরের কর্মীরা। সোমবার ধরা না দিলেও মঙ্গলবার রাতে খাঁচায় রাখা ছাগল খেতে এসেই ধরা পড়ে যায় পূর্ণবয়স্ক বাঘটি।

ধরা পড়ার পরে বন দফতরের কর্মীরা বুঝতে পারেন সেটি একটি বাঘিনী। আনুমানিক বয়স সাত বছর। ধরা পড়ার পরে রাতেই বাঘটিকে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষার পরে বাঘিনীকে জঙ্গলে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। -এবেলা।
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে