বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৭:২১:২১

নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা বর্তমান সময়েও প্রাসঙ্গিক, বললেন হিন্দু গভর্নর

নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা বর্তমান সময়েও প্রাসঙ্গিক, বললেন হিন্দু গভর্নর

এক্সক্লুসিভ ডেস্ক: এবার সর্বকালের শ্রেষ্ঠ মানব নবী করিম হরযত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা নিয়ে এক বিবৃতি দিয়েছেন ভারতীয় হিন্দু গভর্নর মৃদুলা সিনহা।

ভারতীর গোয়া প্রদেশের জনপ্রিয় গভর্নর মৃদুলা সিনহা বললেন, নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা বর্তমান সময়েও প্রাসঙ্গিক এবং শাশ্বত। বিপদগামীদের ছড়ানো অবিশ্বাস নিরসনে মুহাম্মদের শিক্ষার এক মহাকালীন গুরুত্ব রয়েছে।

গতকাল মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গোয়ার মুসলিমদের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা এখনো অত্যন্ত প্রাসঙ্গিক।

বিপথগামী ও প্রতিক্রিয়াশীল শক্তি মানুষের মধ্যে বিভ্রান্তি, অবিশ্বাস ও ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করলেও বর্তমান সময়েও নবীর (সা.) শিক্ষার শাশ্বত মান রয়েছে।

গভর্নর আরও সিনহা বলেছেন, মানুষের মাঝে সৃষ্টিকর্তা ও ভ্রাতৃত্বের যে ঐক্য রয়েছে; তা ইসলামের দুটি মৌলিক নীতি। তথ্যসূত্র-দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
১৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে