বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ১১:৩০:২৩

ফের ইয়াহুর ১০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি, চুরি গেল কী কী তথ্য?

ফের ইয়াহুর ১০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি, চুরি গেল কী কী তথ্য?

এক্সক্লুসিভ ডেস্ক : ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু বলছে, হ্যাকাররা হয়তো তাদের প্রায় এক'শ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি করেছে। ২০১৩ সালে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে ইয়াহু বলছে, সেপ্টেম্বরে যে ৫০ কোটি অ্যাকাউন্ট থেকে তথ্য চুরির ঘটনা তারা প্রকাশ করেছিল, এই হ্যাকিং তার থেকে ভিন্ন।

হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, হ্যাকাররা নাম, ইমেইল ঠিকানা, টেলিফোন নম্বর এবং জন্মতারিখের মতো তথ্য চুরি করে থাকতে পারে বলে জানিয়েছে ইয়াহু। তবে তারা বলছে, পেমেন্ট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি যায়নি।

সেপ্টেম্বরের শেষে প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু নিশ্চিত করে হ্যাকাররা সংস্থাটির ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। সে সময় ঘটনাটিকে বলা হয়েছিল ইতিহাসের সবচে' বড় সাইবার হামলার ঘটনা।

এ বছরের জুলাই মাসে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজোন প্রায় ৫০০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেয়। ভেরাইজোন বলছে, হ্যাকিং এর ঘটনা তদন্তে প্রতিষ্ঠানটি পুলিশ এবং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। -বিবিসি।
১৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে