এক্সক্লুসিভ ডেস্ক: এখনও দুনিয়ার প্রভাবশালী ব্যক্তি নন মার্কিন মুলুকের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে টপকে প্রথম স্থানটিতেই রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এমনই জানাচ্ছে, মার্কিন পত্রিকা ফোর্বস৷ প্রভাবশালী তালিকায় তৃতীয় স্থানেই রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল৷ তাঁর ঠিক পরেই রয়েছেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমানে বিশ্বের নবম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করছে ফোর্বস। তালিকার শীর্ষ অবস্থানটি টানা তিন বছর ধরে দখল করে আছেন পুতিন। গত বছরের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এবার তাঁর স্থান হয়েছে ৪৮ নম্বরে। ক্ষমতার বিস্তৃতি, আর্থিক প্রভাব, একাধিক ক্ষেত্রে ক্ষমতাশালী এই সব সূচক ধরেই ক্ষমতাধরদের তালিকা তৈরি করা হয়েছে।-কলকাতা২৪
১৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস