এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডিভি লটারির মতো রাশিয়াও স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে বিদেশী নাগরিকদের জন্য গ্রিন কার্ড লটারি চালু করার চিন্তা করছে। যুক্তরাষ্ট্রের মতোই বছরে একবার এ লটারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া টুডে এ খবর জানিয়েছে।
আরটি জানায়, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্গবার্গের আইন পরিষদের সদস্যরা এ বিষয়ে একটি বিল দেশটির কেন্দ্রীয় সংসদে উত্থাপন করবেন। যদি বিলটি পাস হয় তাহলে বিদেশী নাগরিকদের অবস্থানবিষয়ক আইন সংশোধন হবে। প্রস্তাবকারীদের মতে, এতে করে অভিবাসনে গতি পাবে। প্রস্তাবিত বিলটির ব্যাখ্যায় বলা হয়েছে, লটারির মাধ্যমে নির্বাচিত বিদেশী নাগরিকরা রাশিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
প্রস্তাব অনুসারে, লটারিতে অংশ নিতে বিদেশী নাগরিকদের কোনো ফি দিতে হবে না। তবে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য এ লটারিতে অংশগ্রহণের সুযোগ থাকবে। প্রতিবছর দেশগুলোর তালিকা রাশিয়ার সরকার অনুমোদন দেবে। বর্তমানে বিদেশী নাগরিকদের অবস্থানসংক্রান্ত আইনে সাময়িক বসবাসের অনুমোদন দেয়া হয়। এরপর নির্দিষ্ট সময় পর তারা নিজেদের রাশিয়ায় বসবাসের উপযুক্ত প্রমাণ করতে পারলে দীর্ঘস্থায়ীভাবে অনুমতি দেয়া হয়। রাশিয়ান নাগরিকদের স্ত্রীরা বিদেশী হলেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। -যুগান্তর।
১৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম