এক্সক্লুসিভ ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা মেসেজিং অ্যাপ্লিকেশনের কথা বললেই মাথায় আসে হোয়াটস অ্যাপের কথা। হাইক, টেলিগ্রামের মত ম্যাসেজ অ্যাপ্লিকেশন বাজারে এলেও হোয়াটস অ্যাপের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। চলতি বছরেই বেশ কিছু নতুন আপডেট এনেছে এই মেসেজ অ্যাপ্লিকেশনটি। খুব শীঘ্রই আরও একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটস অ্যাপ।
কাউকে কোনও মেসেজ পাঠাতে গিয়ে অন্য একজনের কাছে সেই মেসেজটি চলে গিয়েছে। কিংবা রাগের বশে বা আবেগপ্রবণ হয়ে, কাউকে আপনি এমন কিছু কথা বলেছেন, যা আপনার পরে গিয়ে ভুল বলে মনে হয়েছে। এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। আর হোয়াটস অ্যাপের চ্যাট লিস্টে সেই মেসেজ থেকেই যায়। কিন্তু এবার এই রকম ভুল হলে, তার সমাধান নিয়ে আসছে হোয়াটস অ্যাপ।
হোয়াটস অ্যাপের তরফে জানানো হয়েছে, এবার থেকে এমনটা হলে, সেই মেসেজটি পুনরায় সম্পাদনা করা যাবে। পছন্দ না হলে ডিলিটও করে দেওয়া যাবে সেই মেসেজটি। গ্রাহক মেসেজটি সিন করলেও তা সম্পাদনা বা ডিলিট করা যাবে।
শুধু তা-ই নয়, অ্যাপটিতে আরও বেশ কয়েকটি বদল আনতে চলেছে হোয়াটস অ্যাপ। স্টেটাস আপডেটের ক্ষেত্রেও আসবে বদল। জানা গিয়েছে, এবার থেকে স্ন্যাপচ্যাটের মতো হোয়াটস অ্যাপেও স্টেটাস ডিলিটের পর ২৪ ঘণ্টা ওই স্টেটাস দেখতে পাবেন ইউজাররা। হোয়াটস অ্যাপের তরফে ইতিমধ্যেই এই বিষয়গুলি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে নতুন বছরের আগেই এই আপডেটেড ভার্সন আসবে কি না, তা স্পষ্ট করে জানানো হয়নি। এবেলা
১৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস