শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ০৭:২৯:৩৫

ভুল করে পুলিশকে ফোন দিয়ে ফেললো ডাকাতরা

ভুল করে পুলিশকে ফোন দিয়ে ফেললো ডাকাতরা

এক্সক্লুসিভ ডেস্ক : রেস্তোরাঁয় ডাকাতির পরিকল্পনা ফোনেই জেনে ফেলল পুলিশ। তাও আবার আড়ি পেতে নয়। নিজেরাই ফোন করে পুলিশকে এই কথা জানিয়ে দিল ডাকাতরা। তবে ইচ্ছা করে নয়, অজান্তেই এমনটা ঘটিয়ে ফেলেছে ডাকাতরা।

তবে শেষ পর্যন্ত আর ডাকাতি করতে পারেনি তারা। শনিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি পুলিশের ‘‌ইমারজেন্সি হেল্পলাইন’‌-‌এ একটি ফোন আসে। যেখানে ফোনের অন্যপ্রান্তে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা শুনতে পান দু’‌জন ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলছে। তারা মুখোশ পরে আগ্নেয়াস্ত্র নিয়ে রেস্তোরাঁয় ডাকাতির ফন্দি আঁটছে। সঙ্গে সঙ্গে গোটা শহরের সবকটি রেস্তোরাঁকে সতর্ক করেন তিনি। শুরু হয় সাদা পোশাকে পুলিশি প্রহরাও।

একটি রেস্তোরাঁর সামনে থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মুখোশ মিললেও কোনও অস্ত্র পাওয়া যায়নি। কেন তারা মুখোশ নিয়ে রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করছিল, সেই সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেনি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে