সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ০৪:৫৩:২৫

বিমান দুর্ঘটনার আতঙ্কে এয়ারপোর্টেই ছাগল ‘কুরবানি’

বিমান দুর্ঘটনার আতঙ্কে এয়ারপোর্টেই ছাগল ‘কুরবানি’

এক্সক্লুসিভ ডেস্ক: দিন কয়েক আগেই ভেঙে পড়েছিল পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান। যাতে ৪৭ জন যাত্রীর মৃত্যু হয়। সেই আতঙ্ক এখনও কাটাতে পারেনি পাকিস্তান। তাই বিমান ওড়ার আগে এয়ারপোর্ট চত্বরেই ছাগল বলি দিল পাক এয়ারলাইনসের অফিসাররা। ‘সদকা’ বা নিরাপত্তার স্বার্থেই ‘কুরবানি’।

পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার সকালে ইসলামাবাদে ATR-42 এয়ারক্রাফট ওড়ার আগেই এই বলি দেয় অফিসাররা। তবে এটি এয়ারলাইনসের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নয় বলেও জানানো হয়েছে।

এই বলি দেওয়ার পরেই মুলতানের উদ্দেশে উড়ে যায় এয়ারক্রাফট। গত ৭ ডিসেম্বর ৪৭ জন যাত্রী সহ হাভেলিয়ানের কাছে ভেঙে পড়ে পাকিস্তান এয়ারলাইনসের বিমান। যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় পপ গায়ক তথা ইসলামিক প্রচারক জুনেদ জামশেদ। এর এক সপ্তাহ পরে এই প্রথম ATR এয়ারক্রাফট উড়ল। দুর্ঘটনার পর  ATR-42-ফ্লিটের সব বিমান বন্ধ রাখা হয়েছিল। ফ্রান্সে তৈরি এই বিমানগুলির পর্যবেক্ষণের পর তবেই ফের ওড়ার অনুমতি দেওয়া হয়েছে।

ATR 42-500 হল একটি এয়ারক্রাফট যা ৪৮ জন যাত্রী বহনে সক্ষম। এটির ইঞ্জিন তৈরি করেছে আমেরিকা।-কলকাতা২৪
১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে