সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ১০:৩০:৩০

অবিশ্বাস্য সৃষ্টি, সাপের মাথায় রংধনু!

অবিশ্বাস্য সৃষ্টি, সাপের মাথায় রংধনু!

এক্সক্লুসিভ ডেস্ক : হিমালয়ের পবর্তদেশের তিব্বত অঞ্চলে মেকং নদীর উৎপত্তি এবং নদীটির প্রবাহপথ চীনের হুনান, মায়ানমার, লাওস, তাইল্যান্ড, কাম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্যে দিয়ে। নদীর প্রবাহপথ জুড়েই রয়েছে অসংখ্য বিপন্ন প্রাণীর বাস।

হ্যাঁ ঠিকই শুনেছেন বিপন্ন প্রাণী, কারণ এই অঞ্চলের বেশ কিছু জায়গাতেই এই সব প্রাণী মেরে, তা থেকে তৈরি হয় নানাবিধ ওষুধ। কোথাও ব্যবহার করা হয় তাদের হাড়, কোথাও নখ, কোথাও অন্য কোনও দেহাংশ। এমনই ভাবে চলে আসতে থাকায় আজ তারা বিপন্ন হতে বসেছে।

সম্প্রতি গ্রেটার মেকং অঞ্চলে ১৬৩ রকম নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে, যাতে বেশ খুশি পরিবেশবিদরা। এর মধ্যে, লাওসে পাওয়া গিয়েছে এক নতুন ধরনের ‘গেকো’ বা তক্ষক। তবে, যে প্রাণিটি আলোড়ন ফেলেছে, সেটি হল একটি সাপ। মাথায় তার রাংধনুর রং।

চলতি বছরে প্রকাশিত ডব্লিউডব্লিউএফ-এর এক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের মধ্যে জলজ প্রাণীর প্রায় দুই-তৃতীয়াংশই শেষ হয়ে যাবে, যদি তা মারা বন্ধ না হয়। এবং মেকং নদীর পারে চোরাশিকার বন্ধ না হলে, আগামী ৫০ বছরে এই সব প্রাণী একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে।

১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে