মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ০৪:১৮:৫৬

এই যুবতীর মাথার দাম ১ মিলিয়ন ডলার, কিন্তু কেন?

এই যুবতীর মাথার দাম ১ মিলিয়ন ডলার, কিন্তু কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : মধ্যপাচ্য কাঁপানো জঙ্গি সংগঠন আইএস তার মাথার দাম হাঁকিয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলার। আর তিনি নিজে এখন কারাগারের অন্তরালে। তিনি জোয়ান্না পালানি। ২৩ বছর বয়সী এই অসমসাহসী যুবতী কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছিল কুখ্যাত আইেএস জঙ্গিদের।

২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের পড়া ছেড়ে দিয়ে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে কুর্দ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে যান এই দস্যি মেয়ে। কিন্তু গত বছর জোয়ান্নার পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয় তার দেশ ডেনমার্কের পুলিশ। তিনি যাতে পুনরায় তথাকথিক ইসলামিক স্টেটে যেতে না পারেন তাই তাই তার উপর এক বছরের ট্র্যাভেল ব্যানও চাপিয়ে দেওয়া হয় রাষ্ট্রের তরফে।

কিন্তু এবছর কাতার যাওয়ার কথা স্বীকার করায় এই সাহসী দামাল মেয়েকে কোপেনহেগেনের একটি জেলে বন্দী করে রাখা হয়। গতকাল তার বিচার শুরু হয়েছে এবং তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার দুই বছর পর্যন্ত জেলও হতে পারে। এমত অবস্থায় জঙ্গি সংগঠনটি তার মাথার দাম হাঁকালো ১ মিলিয়ন মার্কিন ডলার।
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে