এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবীটা কি মানুষের জন্যেই ধ্বংস হয়ে যাবে? ১৯৪৫ সালে হিরোসিমায় আমেরিকা যে পরমাণু বোমা হামলা চালিয়েছিলো সেখানে এখনো সুস্থ শিশু জন্মাতে পারে না। ফসল হয় না মাঠে, বাতাসও বিশাক্ত। ফলে হিরোশিমা ও নাগাসাকিতে মানুষ বাস করার চিন্তাও করা যায় না। কিন্তু বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে মানুষ বসবাস করার জন্যেই নাকি গ্রহটির বুকে পরমাণু বোমা ফাটাবে। আর সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা।
এবার লালগ্রহ মঙ্গলকে বাসযোগ্য করে তুলতে প্রযুক্তির দুনিয়ায় অন্যতম দিকপাল এলোন মাস্ক এক অভিনব পরামর্শ দিয়েছেন। ‘স্পেস এক্স’ রকেট কোম্পানির স্রষ্টা এলোন দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তুলতে গেলে সেটাকে আরো গরম করে তুলতে হবে। মঙ্গলের মাটির কাছাকাছি স্তরের তাপমাত্রা স্বাভাবিক হলে তবেই মানুষের পক্ষে সেখানে বাস করা সম্ভব হবে। আর সেজন্য সেখানে পরমাণু বোমা বিস্ফোরণের পক্ষে মত দিয়েছেন এলোন।
এলোন বলেন, খুব তাড়াতাড়ি মঙ্গলের আবহাওয়াকে গরম করে তা বাসযোগ্য করে তুলতে চাইলে পরমাণু বোমা ফাটানোই একমাত্র উপায়।
এই প্রেক্ষিতে মঙ্গলে কীভাবে পরমাণু বোমা নিয়ে পৌঁছনো সম্ভব হবে সে ব্যাপারে অবশ্য এখনো কিছু জানাতে পারেননি এলোন মাস্ক।
তবে এলোনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ব্রায়ান টুন জানিয়েছেন, মঙ্গলকে পৃথিবীর মতো করে তোলা সম্ভব। তবে তার জন্য অনেক বাধা পেরুতে হবে। তবে বোমা ফেলে তা করার ভাবনা মোটেও ভালো নয়।
এদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, মহাকাশে বিশেষ করে সৌর জগতে নানা পরীক্ষা-নিরীক্ষায় আমরাও বিশ্বাসী। তবে পরমাণু বোমার কিছু ঝুঁকি রয়েছে। এর ফলে পৃথিবীও হুমকির মুখে পড়তে পারে জানাচ্ছে সংস্থাটি।
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর