শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৩০:৫৭

রোবট এবার রিপোর্টার!

রোবট এবার রিপোর্টার!

এক্সক্লুসিভ ডেস্ক: বিশ্বকে তাক লাগিয়ে একের পর এক নতুন আবিষ্কার দিয়ে সংবাদের শিরোনামে আসছে চীন। এবারও ঠিক সেরকম একটি সংবাদ প্রকাশ পেল। এর আগে প্রকাশ পেয়েছে সেবাদান কৃত রোবট, গাড়ি চালাচ্ছে রোবট, এমনকি রান্নার কাজও করছে রোবট এধরণের অনেক আবিষ্কারই চীন থেকে পাওয়া গিয়েছে। কিন্তু এবার সবাইকে তাক লাগিয়ে সাংবাদিক রোবট আবিষ্কার করলো চীন। যে রোবটটি লেখার গতী এক মিনিটে প্রায় ৯১৬ শব্দ এবং যে রিপোর্টটি সে তৈরি করবে তার মধ্যে কোন প্রকার ভুল থাকবেনা।

চিনের একটি গেমিং সংস্থা টেনসেন্ট এমন একটি রোবট তৈরি করেছে, যেটি মাত্র এক মিনিটেই লিখে ফেলতে পারে ৯১৬ শব্দের একটি নিউজ রিপোর্ট। তাও আবার একেবারেই নির্ভুল। ড্রিমরাইটার নামের এই রোবটটিকে একটি ব্যাবসা-বাণিজ্যের খবর লিখতে দেওয়া হয়েছিল। সংস্থার নিজস্ব পোর্টাল QQ.com-এ জন্যে এই রিপোর্টটি রেকর্ড টাইমে একেবারে নির্ভুল লিখে ফেলে ড্রিমরাইটার। শেনজেনের এক সাংবাদিক এই রিপোর্টটি পড়ে জানান, লেখাটি পড়ে একবারের জন্যেও মনে হবে না মানুষ নয়, কোনও রোবট এটি লিখেছে। খানিকটা হতাশ হয়েই তিনি বলেন, এভাবে চললে রোবটের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা তার নেই।

তবে চিনে রোবটিক জার্নালিস্ট এই প্রথম নয়। বেশ কিছু আমেরিকান সংস্থা যেমন ন্যারেটিভ সায়েন্স ইন শিকাগো ২০১২ সাল থেকেই ব্যাবসা ও খেলার রিপোর্ট লেখার জন্যে ব্যবহার করে আসছে কম্পিউটারকে। এই সব খবর প্রকাশিত হয় ফোর্বস, বিগ টেন নেটওয়র্কের ওয়েবসাইটে। ন্যারেটিভ সায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও জার্নালিজিমের অধ্যাপক ক্রিস হ্যামন্ড বলেন, ২০২৭ সালের মধ্যে আমেরিকার ৯০ শতাংশ খবর লিখবে কম্পিউটার।
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে