বুধবার, ১০ মে, ২০১৭, ০৪:৫২:০৪

ডায়াবেটিস নিয়ে যেসব ভুল ধারণা আপনার মাঝেও আছে

ডায়াবেটিস নিয়ে যেসব ভুল ধারণা আপনার মাঝেও আছে

এক্সক্লুসিভ ডেস্ক: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সারা পৃথিবীজুড়ে ৪২২ মিলিয়ন মানুষ বেঁচে আছেন ডায়াবেটিস নিয়ে। ১৯৮০ সাল থেকে ২০১৪ সালের মাঝে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে এসেছে। এত মানুষের মাঝে এই জটিলতাটি দেখা যাবার পরেও একে নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে। চলুন দেখে নিই ডায়াবেটিস নিয়ে মানুষের কিছু ভুল ধারণা ও তাদের পেছনে সত্যটি।

১) ডায়াবেটিস শুধুই প্যানক্রিয়াসের রোগ

ডায়াবেটিসে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের কার্যক্রমে বড় ধরণের বাধা আসে সত্যি, কিন্তু এর ক্ষতি শুধু সেখানেই সীমাবদ্ধ নয়। ডায়াবেটিসের কারণে পুরো জীবনযাত্রাতেই প্রভাব পড়ে, বিশেষ করে এর কারণে অনেকের ডিপ্রেশন দেখা দেয়। এমনকি শুধুই ডায়াবেটিসের সাথে জড়িত “ডায়াবেটিস ডিসট্রেস” আছে। পরিষ্কার চিন্তা করা, মনোযোগ ধরে রাখা এবং স্মৃতি মনে করার ক্ষমতা ব্যহত হয় ডায়াবেটিসে। আরও চিন্তার ব্যাপার হলো, স্বাস্থ্যকর খাওয়ার ক্ষমতাতেও ব্যাঘাত ঘটায় ডায়াবেটিস।

২) শুধুমাত্র মোটা মানুষদের হয় ডায়াবেটিস

টাইপ টু ডায়াবেটিস এবং স্থূলতার মাঝে সম্পর্ক আছে বটে, কিন্তু তারমানে এই নয় যে শুধুই মোটা মানুষদের হয় ডায়াবেটিস। স্বাস্থ্যকর ওজনের মানুষেরও হতে পারে তা।

৩) ডায়াবেটিস হলে নিয়মিত ইনসুলিন ইনজেকশন নিতে হয়

টাইপ ১ ডায়াবেটিসে ইনসুলিন থেরাপি নিতে হয় বটে কিন্তু তা ইনসুলিন পাম্প করেও দেওয়া যায়। গর্ভকালীন এবং টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে বেশ কয়েক ধরণের চিকিৎসার সুযোগ আছে। জীবনযাত্রায় পরিবর্তন এবং কিছু ওষুধ যেমন মেটমরফিন, ব্রোমোক্রিপটিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হতে পারে।

৪) ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ

টাইপ টু ডায়াবেটিসে লো ক্যালরি ডায়েট ব্লাড সুগার কমাতে পারে বলে দেখা যায়। কিন্তু এই ব্যাপারটা সবসময় কাজে লাগবে সেটা বলা যায় না। দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের কারণে অঙ্গহানি, দৃষ্টিশক্তির সমস্যা এবং হৃদরোগ হতে দেখা যায়। এ কারণে খুব শক্ত নিয়মের মাঝে জীবনযাপন করতে হয় ডায়াবেটিসের রোগীদের। বেশিরভাগ মানুষের জন্য মোটেই এটি সহজে নিয়ন্ত্রণযোগ্য রোগ নয়। -আই এফ এল সায়েন্স/প্রিয়.কম
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে