মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ০৯:৪৯:২২

যেখানে রমজান মাসে মুসলিমদের দেখে অনুপ্রাণিত হয়ে রোজা রাখে হিন্দুরাও

যেখানে রমজান মাসে মুসলিমদের দেখে অনুপ্রাণিত হয়ে রোজা রাখে হিন্দুরাও

এক্সক্লুসিভ ডেস্ক : রমজান শুরু হয়ে গিয়েছে ৷ উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলে একটা অভিনব দৃশ্য দেখা গেল এদিন৷ ১১৭৪ মুসলিম বন্দীদের সঙ্গে রোজা সারতে বসল ৩২ জন হিন্দু বন্দীও৷ সন্ধ্যার ইফতারের জন্য বন্দীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল জেলের তরফে৷

সবার জন্য দুধ এবং ড্রাই ফ্রুটসের ব্যবস্থা ছিল জেলের মধ্যেই৷ সেখানেই মুসলিম বন্দীদের সঙ্গে একসঙ্গে বসেই ইফতার সারল হিন্দু বন্দীরাও৷ খবরটি ফলাও করে প্রচার করেছে বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম।  

সংবাদসংস্থা পিটিআই-এ খবর অনুযায়ী মুজাফফরনগর জেলে মোট ২৬০০ জন বন্দী রয়েছে৷ যার মধ্যে ১১৭৪ জনই মুসলিম ৷ মুসলিম বন্দীদের সংখ্যাগরিষ্ঠতার জন্য রমজানের মাসে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতেই হত জেল কর্তৃপক্ষের৷ রোজাতে মুসলিম বন্দীদের সঙ্গে তাই যোগ দিয়েছিল বেশ কিছু হিন্দু বন্দীরাও৷

সংবাদসংস্থাটি জানিয়েছে, মুসলমানদের রোজা রাখতে দেখে অনুপ্রাণিত হয়ে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকতে শুরু করেছে হিন্দু বন্দিরা। মুজফফরনগরের জেলে পবিত্র রমজান মাসে সম্প্রীতির এমন বিরল নজিরও দেখা গেল।

জেল সুপারিন্টেন্ডেন্ট রাকেশ সিং জানিয়েছেন, ওই জেলে মোট ১,১৭৪ জন মুসলিম বন্দি রয়েছেন। আর হিন্দু বন্দির সংখ্যা ৩২। মুসলিম বন্দিদের সাথে রমজান পালন করছেন হিন্দুরাও। যারা রোজা রাখছে তাদের জন্য দুধ, ফলের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

৩০ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে