বুধবার, ৩১ মে, ২০১৭, ১০:৫৩:৪৩

প্রধানমন্ত্রীকে কেউ খেয়ালই করল না!

প্রধানমন্ত্রীকে কেউ খেয়ালই করল না!

এক্লুসিভ ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভারের একটি হাইস্কুলের একদল শিক্ষার্থী সমুদ্রতীরে বেড়াতে গেছে। তারা সেখানে ঘোরাফেরা ও মজা করছে। এক পর্যায়ে তারা অনেক ছবি তুলল। পরে ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতে গিয়ে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল।

একজন খেয়াল করল তাদের ছবিতে স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি দেখে তারা বুঝতে পারল, যখন তারা ছবিটা তুলছিল তখন তাদের পেছন দিয়ে জগিং করতে করতে দৌঁড়ে যাচ্ছিলেন ট্রুডো। তার পরনে ছিল হাফ প্যান্ট। কানে ইয়ারফোন গোঁজা।

ছবিটি দেখে তাদের নিশ্চয় আফসোস হয়েছে, ছবি তোলার সময় নিজের দেশের প্রধানমন্ত্রী এত কাছ দিয়ে একা একা দৌড়ে গেলেন অথচ তার সাক্ষাত পেলেন না।– ডেইলি মেইল
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে