বুধবার, ৩১ মে, ২০১৭, ০১:৪৯:০৩

যৌতুক না পেয়ে বউয়ের কপালে ‘বাবা চোর’ লিখে দিল স্বামী

যৌতুক না পেয়ে বউয়ের কপালে ‘বাবা চোর’ লিখে দিল স্বামী

এক্সক্লুসিভ ডেস্ক : শ্বশুরবাড়ির দাবি মতো যৌতুক না দিতে পারায় অভিনব শাস্তি দেয়া হলো বউকে।  ‌‘আমার বাবা চোর’ বলে গৃহবধূর কপালে লিখে দিল স্বামী।

এমনকি তার শরীরে বাপের বাড়ি সম্পর্কে গালিগালাজও লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  এমন হাস্যকর ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জয়পুরে।

২০১৫ সালে ১৪ জানুয়ারি জয়পুরের রাজগড়ে বিয়ে হয় যুবতির।  আক্রান্ত ওই যুবতি জানিয়েছেন, বিয়ের কিছুদিন পর থেকে পণ না দেয়ার জন্য অত্যাচার শুরু হয়।

বাবা গরিব, তাই বাপের বাড়িতে কিছু না জানিয়ে সহ্য করতে থাকেন তিনি।  একদিন পণের ৫১ হাজার টাকা না দেয়ায় ওই গৃহবধূকে মাদক খাইয়ে বেহুঁশ করা হয়।

এরপর তার স্বামী ও পরিবারের লোকেরা গৃহবধূর মাথায় মেরা বাপ চোর হ্যায় (আমার বাবা চোর) লিখে দেয়।  শরীরের একাধিক জায়গাতে গালিগালাজ লিখে দেয়া হয়।

তিনি অ্যাসিড দিয়ে তা মোছার চেষ্টা করেন।  ফল হয় উলটো।  এতে শরীরের একাধিক জায়গায় ঘা হয়ে যায়।  এরপর গৃহবধূর বাবা মেয়ের সঙ্গে দেখা করতে আসেন।

কিন্তু মেয়ের এ অবস্থা দেখে অবাক হয়ে যান তিনি। গৃহবধূ ও তার বাবা প্রথমে স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান।  

কিন্তু পুলিশ কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ।  পরে জয়পুর মহিলা থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
এমটিনিউজ২৪/এমআর/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে