বৃহস্পতিবার, ০১ জুন, ২০১৭, ০১:৪৪:৫৯

বাবাকে কী সাজা দেব? বিচারকের এমন প্রশ্নের জবাবে ছেলে যা বললেন শুনে হতবাক সবাই

বাবাকে কী সাজা দেব? বিচারকের এমন প্রশ্নের জবাবে ছেলে যা বললেন শুনে হতবাক সবাই

এক্সক্লুসিভ ডেস্ক: রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করেছিলেন একটি ব্যক্তি। এই অপরাধে আদালতে তাকে তলব করা হয়। সেই অনুযায়ী আদালতে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ৫ বছরের ছেলে।

এ সময় বিচারককে সেই বাচ্চাটি প্রশ্ন করেন, তার বাবাকে কী সাজা দেওয়া হবে? বিচারক বলেন, ‘তোমার বাবাকে ৯০ মার্কিন ডলার বা ৩০ মার্কিন ডলার জরিমানা করা হতে পারে অথবা কোনো সাজা না দিয়েই ছেড়ে দেওয়া হতে পারে। তুমি বলো কী করব? ’

জবাবে শিশুটি বলে, ‘আপনি যোগ্য বিচারক। ’ এই খুদে শিশুর এমন পরিণত জবাব শুনে আদালতে উপস্থিত সবাই তখন হতবাক।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে। বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও প্রথমে জ্যাকব নামে ওই শিশুর সঙ্গে কিছুক্ষণ গল্প করেন।

তারপর তাকে তার বাবার অপরাধের বিচার করতে বলেন। তারই উত্তরে চমক লাগিয়ে দেয় জ্যাকব। সোশ্যাল মিডিয়ায় আদালতের এই বিচারকার্য পরে ভাইরাল হয়ে যায়।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে