বৃহস্পতিবার, ০১ জুন, ২০১৭, ০৪:৪৫:৫১

রানি ভিক্টোরিয়ার সঙ্গে ক্রীতদাস আবদুলের গোপন প্রেমকাহিনি পর্দায়

রানি ভিক্টোরিয়ার সঙ্গে ক্রীতদাস আবদুলের গোপন প্রেমকাহিনি পর্দায়

এক্সক্লুসিভ ডেস্ক : সামান্য এক ক্রীতদাস আবদুল করিমের সঙ্গে রানি ভিক্টোরিয়ার গোপন প্রেমের রসায়ন অনেকের কাছে আজও অজানা। তবে তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলও কম নেই। এবার বড়পর্দায় ফাঁস হবে সেই গোপন ভালবাসা। স্টিফেন ফ্রেয়ার্সের ছবি ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এ তুলে ধরা হবে রানি ও চাষীর জীবনের কিছু অজানা ঘনিষ্ঠ মুহূর্ত।

ঘটনা বেশ বিতর্কিত। ইংল্যান্ডের রানির সঙ্গে ক্রীতদাসের সম্পর্কের কথা অনেক রকম ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই যে কথায় আছে, যা রটে তার খানিকটা তো ঘটেই। তেমনই এই প্রেমকাহিনি শুধু তৎকালীন সাধারণ মানুষের মুখের কথা নয়, তাদের সম্পর্কের নানা প্রমাণও মিলেছে। স্বাভাবিকভাবেই ছবির বিষয়বস্তু বেশ আকর্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় তাই এ নিয়ে শুরু হয়েছে আলোচনাও।

এবার মুক্তি পেল ছবির ট্রেলার। আর তাতেই সিনেপ্রেমীদের উত্তেজনার পারদ আরও চড়ল। ছবিতে ভিক্টোরিয়ার ভূমিকায় দেখা যাবে জুডি ডেঞ্চকে। আবদুল করিমের ভূমিকায় অভিনয় করেছেন আলি ফাজল। যে মুখ ‘থ্রি ইডিয়টস’ ছবিতে অভিনয়ের পর থেকে বেশ পরিচিত হয়ে উঠেছে। নিজের চেয়ে অনেক কম বয়সি পুরুষের প্রেমে পড়েছিলেন ভিক্টোরিয়া। রাজঘরানার চাকচিক্যের আড়ালে রানি ও দাসের মধ্যে বেড়ে ওঠা আকর্ষণের ছোঁয়া রয়েছে ট্রেলারেও।

লেখিকা শ্রাবণী বসুর উপন্যাস ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটি। বইয়ে বলা হয়েছিল, ভিক্টোরিয়ার এই প্রেম পর্ব তার জীবন বিতর্ক আর সমালোচনায় তোলপাড় করে দিয়েছিল। বিরাট সাম্রাজ্যে আর কজনকে এড়িয়েই বা ঘনিষ্ঠ হওয়া সম্ভব! তাই সাধারণ মানুষের কাছে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল সেই সংবাদ। আর প্রকাশ্যে আসতেই পুরো বিষয়টি অস্বীকার করেন রানি। ভিক্টোরিয়ার পুত্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি।

শোনা যায়, রানির মৃত্যুর পর তাদের প্রেমকাহিনির সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে দিতে ছবি, চিঠি জ্বালিয়ে দিয়েছিলেন তার ছেলে। কিন্তু সত্যিকে চাপা দেওয়া তো খুব সহজ কাজ নয়। তাদের সম্পর্কের কথা পরবর্তীকালে জানা যায় আবদুল করিমের একটি ডায়েরি থেকে।
১ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে