শনিবার, ০৩ জুন, ২০১৭, ০১:৪৭:১১

এক পুরুষের দুই সুন্দরী স্ত্রী, অদ্ভুত তাদের জীবনযাপন

এক পুরুষের দুই সুন্দরী স্ত্রী, অদ্ভুত তাদের জীবনযাপন

এক্সক্লুসিভ ডেস্ক : এক পুরুষ৷ দুই সুন্দরী নারী সঙ্গী৷ দু’জনের সঙ্গে সংসার৷ ও সহবাস! পাড়ার রক৷ ক্যারমের ঠেক৷ ধোঁয়া ওঠা চায়ের কাপের আড্ডা৷ প্রত্যেক ‘ছেলেলি’ আড্ডায় একবার না একবার এই আকাশকুসুম এসেইছে৷ ওয়াইল্ড ফ্যাণ্টাসি হি সহি৷ তবে নেতিয়ে পড়া মধ্যবিত্ত যাপনের কল্পনাতেও যে ‘সুখ’সয় না, তা-ই বাস্তবে হাসিল করে দেখালেন ব্রিটিশ যুবক অ্যাডাম লায়নস৷

সঙ্গিনী ব্রূক শেড ও জেন শালাখোভার সঙ্গে থাকেন অ্যাডাম৷ পাতি ভাষায় এক সঙ্গেই থাকেন তিনজন৷ তাই ইতিমধ্যেই ‘দ্য লাকিয়েস্ট ম্যান অ্যালাইভ’-এর নাম কুড়িয়েছেন তিনি৷ তবে গল্পের এখানেই শেষ নয়৷ এক সন্তানের পিতা অ্যাডাম ফের বাবা হতে চলেছেন৷ হবু মা জেন৷ খুশিতে ডগমগ ‘থ্রিসাম’৷ তিনজনেরই দাবি, ‘থ্রি পেরেণ্টস আর বেটার দ্যান টু৷”

টেক্সাসের অস্টিনে থাকেন এই ত্রয়ী৷ তারাই বিশ্বের প্রথম সম্ভাব্য থ্রিসাম লিভ-ইন পার্টনার৷ রয়েছে দু’টি বাড়ি৷ একটিকে অফিস হিসাবে ব্যবহার করেন বিজনেস কনসাল্টিং ফার্ম ‘সাইকোলজি হ্যাকার’-এর মালিক অ্যাডাম৷ তার সঙ্গেই কাজ করেন ব্রূক৷ ব্রূক ও জেন দু’জনেই উভকামী৷ নিজেদের শারীরিক জীবন নিয়ে রাখঢাক নেই তাদের৷

তারা জানান, তারা তিনজনই এক বিছানায় শোন৷ একসঙ্গে শুটে খুব উপভোগও করেন৷ অ্যাডাম জানাচ্ছেন, তারা তিনজনই পরস্পরকে খুব ভালবাসতেন৷ তবে কেউই কারও ‘ডবল ডেটিং’-এর কথা অন্যজনকে জানাননি৷ ঘটনাচক্রে তা যখন সামনে আসে, তখন তিনজনই অপ্রস্তুত হয়ে যান৷ তবে ভালোবাসার মানুষকে ছেড়ে যেতে ইচ্ছা করেনি কারওই৷ তাই থ্রিসাম এক সঙ্গে থাকার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবে নেন তারা৷ এবং তা ক্লিকও করে যায়৷ তবে উদয়াস্ত সমাজের সমালোচনার হাত থেকে মুক্তি পাননি তারা৷

সাবেক প্রেমিকের সঙ্গে এক ছেলে রয়েছে ব্রূকের৷ নাম অলিভার৷ বয়স সাত৷ এছাড়াও অ্যাডাম-ব্রূকের দান্তে নামের দু’বছরের আরেক পুত্রসন্তান রয়েছে৷ অলিভার ও দান্তে দু’জনেই দুই মা, এক বাবার কাছে মানুষ৷ নতুন ভাই আসার খবরে যারপরনাই খুশিও তারা৷ এ বিষয়ে প্রশ্ন করা হয় তাদের তিন মা-বাবাকে৷ তিনজনেরই দাবি, একসঙ্গে কর্মক্ষেত্র চালানো-সংসার সামলানো ও সন্তান মানুষ করা খুব কঠিন৷ তবে দুই মা-বাবার জায়গায় তিনজন থাকলে তা বাঁ-হাতে সামলে নেওয়া যায়৷

৩ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে