শনিবার, ০৩ জুন, ২০১৭, ১০:০৩:২০

জেনে নিন, অতিরিক্ত ঘাম কমানোর সহজ কিছু উপায়

জেনে নিন, অতিরিক্ত ঘাম কমানোর সহজ কিছু উপায়

এক্সক্লুসিভ ডেস্ক: গরমের সময় অনেক ঘাম শরীর থেকে বের হয়। শরীরকে ঠাণ্ডা রাখার পাশাপাশি ঘাম শরীরের রেচন প্রক্রিয়ার জন্য খুবই জরুরি। বিশেষজ্ঞরা বলেন, ঘামের কারণে শরীরে র‌্যাশ, তীব্র দুর্গন্ধ, সংক্রমণ ইত্যাদি সমস্যা হয়। তবে কয়েকটি সহজ উপায়ে গরমের সময়ে এই ঘাম দূর করা সম্ভব।

আসুন জেনে নেইঃ

লবণ পানিতে গোসল করলে শরীরের রোগ-জীবাণু ধ্বংস হওয়ার পাশাপাশি শরীরে ঘামের পরিমাণ কমে যায়। তাই সম্ভব হলে গোসলের পানিতে লবণ ব্যবহার করুন। ঘরে তৈরি প্যাক ব্যবহার করলে ত্বক ঠাণ্ডা থাকে। এর ফলে মুখ ও শরীর কম ঘামায়।

ঢিলেঢালা পোশাক পরলে শরীরে বাতাস লাগে। ফলে শরীর ঘামানোর আশঙ্কা অনেকটা কম থাকে। তাই ঢিলেঢালা পোশাক ব পরুন।

ঘামের সমস্যা দূর করতে পারে সুতি পোশাকও। গরমের সময় শরীরে সামঞ্জস্য বজায় রাখে এ পোশাক। সুতি পোশাক পরলে শরীরে সহজে বাতাস প্রবেশ করতে পারে। ক্রিম বা লোশন ব্যবহার থেকে বিরত থাকুন। এগুলো শরীরে আরো বেশি ঘাম তৈরি করে।

আইসপ্যাক বা আইসকিউব ব্যবহারেও ভালো ফল পাওয়া যায়। আইসপ্যাক দিয়ে পুরো শরীর ঠাণ্ডা করে নিতে পারেন। বিকল্প হিসেবে একটি আইসকিউব নিয়ে শরীরে ঘষতে পারেন। এতে শরীর ঠাণ্ডা হওয়ার পাশাপাশি ঘাম কম হবে।

ফলের জুস খেলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে, যা ঘামকে নিয়ন্ত্রণ করে। প্রতিদিন ফলের জুস খাওয়ার অভ্যাস শরীরে ঘামের পরিমাণ কমিয়ে দেয়
এমটিনিউজ২৪/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে