শনিবার, ০৩ জুন, ২০১৭, ১০:২৩:২৪

বিল গেটসকে সরিয়ে বিশ্বের সেরা ধনী হচ্ছেন জেফ বেজস!

বিল গেটসকে সরিয়ে বিশ্বের সেরা ধনী হচ্ছেন জেফ বেজস!

এক্লুসিভ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি সম্পদশালী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কিন্তু আমাজনের শেয়ারের দাম আর কয়েক ডলার বাড়লেই বিল গেটসের জায়গায় চলে আসতে পারেন এর প্রধান নির্বাহী জেফ বেজস।  

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স জানিয়েছে, এ বছরটা ভালোই যাচ্ছে বর্তমানে অনলাইনের সবচেয়ে বড় মার্কেটপ্লেস আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজসের। গত পাঁচ মাসে জেফ বেজসের সম্পদ ২০ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.২ বিলিয়ন ডলারে। বর্তমানে বিশ্বের সেরা ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে থাকা বিল গেটসের পরেই তার অবস্থান। বিল গেটসের সম্পদের পরিমাণ ৮৯.৩ বিলিয়ন মার্কিন ডলার।  
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে