রবিবার, ০৪ জুন, ২০১৭, ০৬:১৫:৫১

মারণ রোগ এইডসকে হারিয়ে সেরা সুন্দরীর খেতাব জয় এই তরুণীর

মারণ রোগ এইডসকে হারিয়ে সেরা সুন্দরীর খেতাব জয় এই তরুণীর

এক্সক্লুসিভ ডেস্ক : শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ এইডস। এই অবস্থায় সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশ নেওয়া তো অনেক দুরের ব্যাপার, অধিকাংশ মানুষ আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেন। মানসিক অবসাদেও ভোগেন অনেকেই। কিন্তু সবাই যে একরকম হন না, সেটাই প্রমাণ করলেন হোরসেলে সিন্দা ওয়া এমবঙ্গো। এবছরে মিস কঙ্গো ইউকে প্রতিযোগিতায় জিতেছেন তিনি।

সারা বিশ্বের এখন ক্যানসার প্রতিরোধ নিয়ে নানা গবেষণা চলছে। বিজ্ঞানীদের আশঙ্কা, ২০২০ সালে মধ্যে প্রতি ঘরে একজন করে ক্যানসার রোগী থাকবেন। অন্যদিকে আফ্রিকার মতো অনুন্নত মহাদেশের বিভিন্ন দেশে ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে এইডস। সেই আফ্রিকা মহাদেশের একটি দেশ কঙ্গো। সেদেশেরই মেয়ে হোরসেলে সিন্দা ওয়া এমবঙ্গো।

তার বয়স যখন মাত্র বারো, তখন জানা যায়, তার শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ এডস। আর পাঁচজনের মতো  জীবনযুদ্ধে হার স্বীকার করে নেননি তিনি। বরং দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন। এখন লন্ডনে থেকে পড়াশোনা করছেন হোরসেলে সিন্দা ওয়া এমবঙ্গো। প্রতি বছর লন্ডনের থাকা কঙ্গোর বাসিন্দারা একটি সৌন্দর্য্য প্রতিযোগিতার আয়োজন করেন। চলতি বছরে সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে মিস কঙ্গো ইউকে খেতাব জিতে নিয়েছেন হোরসেলে সিন্দা ওয়া এমবঙ্গো।

হোরসেলে সিন্দা ওয়া এমবঙ্গো বলেছেন, লন্ডনে পড়াশোনা শেষে নিজের দেশ কঙ্গোতে ফিরতে চান তিনি। দেশে গিয়ে এডস সচেতনতা বাড়াতে কাজ করবেন তিনি। তার আশা, তার জীবনের এই সাফল্য আগামীদিনে অনেককেই অনুপ্রেরণা জোগাবে।
৪ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে