মঙ্গলবার, ০৬ জুন, ২০১৭, ০৯:০২:১৪

কাজের সময় শ্রমিকরা কুকুর ভেবে ড্রেন থেকে যা তুলে আনলো..

কাজের সময় শ্রমিকরা কুকুর ভেবে ড্রেন থেকে যা তুলে আনলো..

এক্সক্লুসিভ ডেস্ক : ইংল্যান্ডের রাজধানী লন্ডনে কাজ করার সময় শ্রমিকরা ড্রেনের ভেতরে কাঁদা মাখা একটি প্রাণীকে দেখতে পান। প্রথমে তারা বুঝতে পারেননি যে এটা কোন ধরনের প্রাণী। ভালোভাবে দেখার পর তাদের মনে হয় এটা একটি কুকুর।

এরপর সেই প্রাণীটিকে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা আরো বেশি চমকে ওঠেন, যখন জানতে পারে এটা আসলে কুকুর নয় শিয়াল।

সোশ্যাল সাইটে এই ফটোটি শেয়ার করা হয়েছে সেখানে লেখা হয়েছে শ্রমিকরা কাজ করার সময় এই প্রাণীটিকে দেখতে পায়। প্রথমে তারা বুঝতে পারেনি এটা কোন প্রাণী। ভালো করে দেখার পর তাদের মনে হয় এটা কুকুর।

পশুটির অবস্থা ভালো না থাকায় শ্রমিকরা তাড়াতাড়ি তাকে এসেক্স ওয়াইল্ডলাইফ হাসপাতালে নিয়ে যায়। যেখানে ভেটেরিনারি ডাক্তার তাকে অবিলম্বে নেয়। প্রথমে ডাক্তারাও বুঝতে পারেনি এটা কোন প্রাণী। তাদেরও মনে হয় এটা কুকুর।

সেই প্রাণীটিকে পরিষ্কার করার পর যেটা সামনে এলো সেটা অবাক করার মতো। ভেটেরিনারি ডাক্তাররা জানান, এটা কুকুর নয় শিয়ালের বাচ্চা। তবে এই শিয়ালটি কিভাবে সেই ড্রেনে পড়ে গেলো সে ব্যাপারে কেউ কিছু জানে না। সোশ্যাল সইটে সকলেই শ্রমিকদের এই কাজের প্রশংসা করছে।

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে