বুধবার, ০৭ জুন, ২০১৭, ০৪:৩৭:২১

কেউ হুমকি দিলে আপনার করনীয়

কেউ হুমকি দিলে আপনার করনীয়

এক্সক্লুসিভ ডেস্ক:  প্রায়শ বিভিন্ন সন্ত্রাসীর নামে চাঁদা চেয়ে মোবাইল ফোনে হুমকী দেওয়া হয়।  আপনিও মোবাইল ফোনে কুখ্যাত কোন সন্ত্রাসী, চাঁদাবাজের কাছ থেকে হুমকি পেয়ে পারেন। এরুপ হুমকীতে অনেকেই ভয় পেয়ে যান।

তবে এটার কোনটি সত্য আবার কোনটি ফেক হতে পারে। এক্ষেত্রে আপনার করনীয় হলো ভয় না পেয়ে নিকটস্থ থানায় জিডি করুন। আপনার নিরাপত্তা দেবার দায়িত্ব পুলিশের। জিডির তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ রাখুন। আর যদি হুমকির বিষয়টি ফেক মনে হয় তবে হুমকী শুনার পর প্রয়োজন মনে করলে নম্বরটি ব্লক করে দিন।  

কোন শত্রু  বা যে কেউ কোন কারণে আপনাকে হুমকি দিচ্ছে, জমি দখলের চেষ্টা করছে, ভয়ভীতি দেখাছে কিংবা রাস্তায় বিভিন্নভাবে উৎপাত বা প্রতিবন্ধকতা তৈরি করছে; তখন আপনার করনীয় হলো থানা বা আদালতের আশ্রয় নেয়া।  আপনি দোষী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে পারেন। ১০৭ ধারায় আশ্রয় নিলে আদালত প্রাথমিক শুনানিতে অভিযোগের সত্যতা খুঁজে পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে মুচলেকা সম্পাদনের জন্য আদেশ দেবেন।  

তখন দোষী ব্যক্তিকে আদালতে হাজির হয়ে ভবিষ্যতে তিনি আর কোন ধরনের উৎপাত করবে না এবং আপনাকে ভয়ভীতি দেখাবে না কিংবা আপনার ক্ষতি করবে না মর্মে আদালতে বন্ড বা মুচলেকা দিবে।  তবে আদালতে দারস্ত হতে আগ্রহী না হলে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করুন।

অভিযোগের সত্যতা পেলে পুলিশ এ জিডি থেকেই নন-প্রসিকিউশন প্রতিবেদন আদালতে দাখিল করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।।  
জনসচেতনায়- মোঃ সাব্বির রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), বাঞ্ছারামপুর মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে