রবিবার, ১১ জুন, ২০১৭, ১০:৪৩:২০

খালি হাতে বালিশের কভার দিয়ে সাপ ধরলেন মহিলা, তারপর যা হলো...

খালি হাতে বালিশের কভার দিয়ে সাপ ধরলেন মহিলা, তারপর যা হলো...

এক্সক্লুসিভ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজই ভাইরাল হয়। কিন্তু এরকম কোনও ফুটেজ বোধহয় এর আগে কেউ দেখেনি! আরও ভালো করে বলতে গেলে, এই ভিডিও দেখার জন্য দম থাকা দরকার। দুর্বলচিত্তদের জন্য মোটেই এই ভিডিওটি নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বাসিন্দা সানসাইন ম্যাককারি। পেশায় ট্যাটু আর্টিস্ট। ঘরে ঢুকতেই তিনি দেখেন, তাঁর লিভিং রুমের মধ্যে ঘাপটি মেরে বসে কালো রঙের একটা বিশাল সাপ।

অন্য কেউ হলে, ভয়ে নিশ্চিত ওই ঘরে আর ঢুকত না। কিন্তু সানসাইন ঘরে ঢুকে, শুধুমাত্র একটা বালিশের কভার দিয়ে খালি হাতেই ধরে ফেলেন ৫-৬ ফিট লম্বা সাপটিকে। একসময় অবশ্য সানসাইনের হাতে প্রায় ছোবল মেরেই ফেলেছিল সাপটা! 

ভিডিওতে দেখা যায় মহিলা আস্তে আস্তে একটা বালিশের কভার নিয়ে সাহসিকতার সাথে সাপটির দিকে এগিয়ে যাচ্ছে। সাপটি কুচ কুচে কালো, দেখলেই মনে ভয় ধরে যায়। এক পর্যায়ে মহিলা বালিশের কভার দিয়ে সাপটিকে আটকে ধরলো এবং কভারের মধ্যে সাপটিকে ভরে দিলো।

৪.০৩ মিনিটের ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। প্রায় ৩৬ লাখ মানুষ ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছেন।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে