মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭, ০৫:০৪:১৮

চেনেন, নীল চোখের মেয়েটি কে বলুন তো?

চেনেন, নীল চোখের মেয়েটি কে বলুন তো?

এক্সক্লুসিভ ডেস্ক: আচমকা শুধু ‌যদি চোখ দুটো দেখেন তাহলে আপনি প্রথমটা হয়ত আঁৎতে উঠবেন। হ্যাঁ ভয় পাওয়ার মতই বটে।

অন্ধকার ঘরে একা এই দুই চোখ দেখলে অনেকেরই শরীরের শিরায় শিরায় ঠাণ্ডা স্রোত বয়ে ‌যাবে। এই চোখ দুটো ‍‘পরি’র। তবে, কল্পনার রাজ্যের পরী বা ডিসনি ওয়ার্ল্ডের পরী নয়। এ ‍‘পরি’ ভুতুড়ে। এক প্রেতাত্মা।

কি এই ছবি দেখে ‍‘পরি‍’ চরিত্রটা সম্পর্কে আরোও বেশি করে জানতে ইচ্ছে করছে না? আনুশকা শর্মার এই আসন্ন ফিল্মের প্র‌যোজকও তিনি নিজে। ‍‘এনএইচ ১০‍’, ‍‘ফিল্লোরি‍’ পর প্র‌যোজক আনুশকার তিন নম্বর সিনেমা হতে চলেছে ‘পরি‍’। আর এই ‍‘পরি‍’র নায়ক বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

এর আগে বিদ্যা বালানের সঙ্গে ‍‘কাহিনি‍’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। আর এবার আনুশকার সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
১৩ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে