বুধবার, ১৪ জুন, ২০১৭, ০৩:১১:১০

দুর্ঘটনার শিকার গাড়ি, দায় চাপালেন মাকড়সার উপর

দুর্ঘটনার শিকার গাড়ি, দায় চাপালেন মাকড়সার উপর

এক্সক্লুসিভ ডেস্ক:  ফ্লোরিডার শহরতলিকে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এর জন্য চালক বা অন্য কোনো গাড়ির কিন্তু দোষ নেই।
এমনকি কোনো কুকুর বা ছাগলও হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসেনি। গাড়ির ভেতর কেবল একটা মাকড়সার দেখা মিলেছিল। আর তাতেই দায় চাপালেন মাকড়সার উপর।

ব্রোওয়ার্ড শেরিফস অফিসের মুখপাত্র মাইক জ্যাকেলস জানান, ওই চালক গাড়ি চালানো অবস্থায় আচমকা দেখতে পান তার গাড়ির মধ্যে একটি মাকড়সা। মায়ামির উত্তর-পশ্চিমের কুপার সিটিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। মাকড়সা দেখার পর সাদা রংয়ের গাড়িটি একটি লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খায়।  

জ্যাকি জানান, কী ধরনের মাকড়সার জন্য গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে তা বলা যাচ্ছে না। তবে ঘটনা এটাই ঘটেছে যে, একটি মাকড়সার জন্য একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।-ইয়াহু
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে