বুধবার, ১৪ জুন, ২০১৭, ০৩:৩৪:০৮

মহিলার চোখ থেকে বেরিয়ে এল ৭০ মিলিমিটার লম্বা কৃমি!

মহিলার চোখ থেকে বেরিয়ে এল ৭০ মিলিমিটার লম্বা কৃমি!

এক্সক্লুসিভ ডেস্ক: অস্ত্রোপচার করে এক মহিলার চোখের ভেতর থেকে ৭০ মিলিমিটার লম্বা কৃমিকে টেনে বের করলেন ডাক্তাররা। ঘটনাটি কেরালার।

চোখে জ্বালা ও ব্যথা নিয়ে কেরালার এরনাকুলাম জেনারেল হাসপাতালে আসেন ৫৬ বছরের ললিতা। পরীক্ষার পর ডাক্তাররা দেখেন, তাঁর চোখের মধ্যে কিছু রয়েছে। এরপর অপারেশন করতেই বেরিয়ে আসে ৭০ মিলিমিটার দীর্ঘ কৃমিটি।

১০ মিনিট ধরে চলে অপারেশনটি। কৃমিটি বের করার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা।-জিনিউজ
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে