বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭, ১২:১৩:৪৭

রেল লাইনে সেলফি বন্ধে বিশেষ পদক্ষেপ, এখন থেকে দিতে হবে জরিমানা

রেল লাইনে সেলফি বন্ধে বিশেষ পদক্ষেপ, এখন থেকে দিতে হবে জরিমানা

এক্সক্লুসিভ ডেস্ক: যে হাতে খোশ মেজাজে সেলফি তুলছেন, সেই হাতেই এ বার পরতে হতে পারে হাতকড়া! চলন্ত ট্রেন হোক বা রেললাইন। রেলের যে কোনও জায়গায় দাঁড়িয়ে সেলফি তুললে এবার থেকে শুধু জরিমানা নয়, যেতে হতে পারে জেলেও৷

সেলফি জ্বরে আক্রান্ত হয়ে দেশজুড়ে একের পর এক দুর্ঘটনা রুখতে এ বার এমনই কড়া নির্দেশিকা জারি করতে চলেছে শ্রীলঙ্কার রেলমন্ত্রক৷ সেলফিতে দুর্ঘটনা ঠেকাতে তৈরি করা হয়েছে বিশেষ টিমও। ভারতের রেলমন্ত্রকও লাইনে সেলফি বন্ধে কডা আইন আনার কথা ভাবনাচিন্তা করছে। এবার সেই পদক্ষেপ নিল প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাতেও।

পরিসংখ্যান বলছে, শুধুমাত্র চলতি বছরেই রেল লাইনে সেলফি তুলতে গিয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়। সংখ্যাটা সব থেকে বেশি কলম্বোয়। পরিস্থিতি 'ভয়াবহ' হয়েছে গত কয়েক দিনে। গত মঙ্গলবার রেললাইনে সেলফি তুলতে গিয়ে ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। নিজের ১২ বছরের ভাইকে নিয়ে সেলফি তুলতে গিয়েছিলেন এই যুবক।

দুর্ঘটনায় মৃত্যু হয় দু'জনেরই। ওই দিনই কলম্বোতে নব বিবাহিত এক দম্পতির মৃত্যু হয় সেলফি তুলতে গিয়ে। একই দিনে চার জনের মৃত্যুর পর কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিল প্রশাসন। শ্রীলঙ্কা রেলের মুখপাত্র বিজয়া সমরাসিংহে বলেন, "চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তোলার বিপজ্জনক প্রবণতা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে।

ট্রেন সামনে এসে যাওয়ায় দ্রুত নিজেদের সরিয়ে আনতে ব্যর্থ হয়েই মৃত্যুর ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থা নেওয়া হল।" এ কাজে মোতায়েন করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। যাঁদের কাজ হবে রেললাইন ধরে হাঁটতে থাকা অথবা ছবি তোলার চেষ্টায় থাকা লোকদের গ্রেফতার করা।

শুধু শ্রীলঙ্কা কেন, সেলফির নেশায় বুঁদ গোটা দুনিয়াই। সেলিব্রেটি থেকে শুরু করে আমজনতা- সবার ক্ষেত্রেই এক ব্যাপার। এখন দেখার, নতুন পদক্ষেপ কতটা সুরাহা করতে পারবে 'সেলফি' সমস্যার।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে