শনিবার, ১৭ জুন, ২০১৭, ১২:০৮:২৯

চা বিক্রেতা হয়েও লড়বেন রাষ্ট্রপতি নির্বাচনে!

চা বিক্রেতা হয়েও লড়বেন রাষ্ট্রপতি নির্বাচনে!

এক্সক্লুসিভ ডেস্ক: কথাটা শুনতে অবাক লাগে। রাষ্ট্রপতি পদের জন্য এবার লড়াই করতে চলেছেন ভারতের মধ্যপ্রদেশের এক চা ওয়ালা।
এটাই প্রথমবার নয়, এ নিয়ে চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। ৩০ বার ভোটে হেরেও থেমে থাকেননি তিনি। আশাহত হননি।

ভারতের গোয়ালিয়রের এই চা বিক্রেতা ১৯৯৪ সাল থেকে ভোটে লড়ে চলেছেন। এর আগে ভাইস-প্রেসিডেন্ট পদের জন্যও লড়াই করেছেন তিনি। আনন্দ সিং কুশওয়াহা জানিয়েছেন, তিনি নিয়মিত বিধায়ক ও সাংসদদের সঙ্গে যোগাযোগ রাখেন। এবার তিনি আশা করছেন যে অনেক ভোট পাবেন।

১৯৯৪ থেকে প্রত্যেকটা নির্বাচনের কথা মনে করতে পারেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার জন্য ৫০ জন ভোটারের সমর্থন ও ৫০ জন ব্যাকার প্রয়োজন হয়। কোনোরকমে টাকা জোগাড় করে সিকিউরিটি ডিপোজিট জমা করেছেন। চা বিক্রি করেই একটু একটু করে টাকা জমিয়েছেন তিনি।

তিনি জানান, ২০১৩-র অ্যাসেম্বলি ইলেকশনে কুশওয়াহা ৩৭৬ টি ভোট পান। ২০১৪-র লোকসভা নির্বাচনের সময় তিনি নিজের ১০০০০ টাকার সম্পত্তি ও ৫০০০ টাকা নগদ ঘোষণা করেন। গাড়ি কেনার সামর্থ্য নেই, তাই পায়ে হেঁটেই প্রচার সারেন তিনি। সেইসময় তার স্ত্রী চায়ের দোকানটি চালায়।-ইন্টারনেট
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে