মঙ্গলবার, ২০ জুন, ২০১৭, ০২:৩২:৩০

পৃথিবীর ন্যায় ১০টি গ্রহের সন্ধান পেল নাসা, থাকতে পারে বহু প্রাণ

পৃথিবীর ন্যায় ১০টি  গ্রহের সন্ধান পেল নাসা, থাকতে পারে বহু প্রাণ

এক্সক্লুসিভ ডেস্ক: আমাদের সৌরজগতের বাইরে আরও ১০টি নয়া গ্রহের অস্তিত্ব খুঁজে পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷ তাদের টেলিস্কোপে ধরা পড়েছে এই ১০ টি গ্রহ৷

যেখানে থাকতে পারে প্রাণের অস্তিত্ব৷ নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাণ সৃষ্টি হতে গেলে যে পরিবেশের প্রয়োজন তা রয়েছে এই গ্রহ গুলিতে, তাই বিজ্ঞানীদের ধারনা এই গ্রহগুলোতে থাকতে পারে বহু প্রাণ।

মহাকাশে অন্য গ্রহের অস্তিত্ব সম্পর্কে বহুদিন ধরেই খোঁজ চালাচ্ছিল নাসার কেপলার টেলিস্কোপ৷ অভিযান শেষে সোমবার নাসার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই টেলিস্কোপেই ধরা পড়েছে ৪৯ টি নয়া গ্রহ৷ যাদের মদ্যে ১০টি রয়েছে প্রাণ সঞ্চার হওয়ার মতো পরিবেশ৷

এই বিষয়ে গবেষণা চালান বিজ্ঞানী মারিও পেরেৎ জানিয়েছেন, সম্ভবত আমরা একা নেই৷ কারণ চার বছর ধরে খোঁজ চালিয়ে পৃথিবীর মতো আরও কিছু গ্রহের খোঁজ পাওয়া গিয়েছে৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে