এক্সক্লুসিভ ডেস্ক : দেখে চমকে গিয়েছিলেন তারা। খাটের নীচে, বাক্স-প্যাঁটরার তলা দিয়ে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছিল বিশালাকার কিং কোবরা। কখনও মাথা তুলছে টেবলের পাশ থেকে। কখনও বা জানালা বেয়ে ওঠার চেষ্টা করছে। বাড়ির মধ্যে কোবরার এমন অবাধ বিচরণ দেখে তো আত্মারাম খাঁচাছাড়া হওয়ার যোগার বাসিন্দাদের।
ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার জহর জেলার বাটু পাহাট এলাকায়। এখানকার স্থানীয় বাসিন্দা ডেরিক ইফ্যানের বাড়িতেই সম্প্রতি ঘটেছে এমন কাণ্ড। কোনও কারণে সেই সময় বাড়ির বাইরে গিয়েছিলেন ডেরিক। তখনই শুনতে পান ঘরের মধ্যে অদ্ভুত একটা আওয়াজ হচ্ছে। ঘরে ঢুকতেই চক্ষু চড়কগাছ। দেখা যায়, ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে দিব্যি ঘুরে বেডাচ্ছে কোবরা। পুরো ঘটনাটির ভিডিও করেন ডেরিক। পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে যায় তার ভিডিওটি।
মাত্র দু'দিনেই ৪২০০ বার শেয়ার হয়েছে সেটি। ৪০ লক্ষ ভিউয়ার দেখেছেন ভিডিওটি। শেষ পর্যন্ত অবশ্য কোবরাটিকে উদ্ধার করার জন্য দমকল ও উদ্ধারকারী দলকে খবর দিয়েছিলেন ডেরিক। তবে উদ্ধারকারীদল এসে পৌঁছানোর আগেই কোবরাটি তার বাড়ি থেকে চলে যায় বলে জানিয়েছেন তিনি।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস