এক্সক্লুসিভ ডেস্ক : এলিয়েন আছে নাকি নেই সেই ধোয়াশার সুরাহা হয়নি আজও অবধি। প্রশ্ন থাকছে বিশ্বব্রহ্মাণ্ডে কি মানব জাতিই একমাত্র? নাকি কোনও এক সুদূর গ্রহে রয়েছে মানুষ কিংবা মানুষের মত অন্য কেউ! সে প্রশ্নের উত্তর আজও অধরা।
মহাকাশ বিজ্ঞানীদের দিকে পানে অনুসন্ধিৎসু মানব জাতি। তবে এবার নাকি সে প্রশ্নের উত্তর মিলবে এমন ইতিবাচক সম্ভাবনার কথা জানাচ্ছে নাসা। আর সেই খবর জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ও ডেইলি মেইল।
বিশ্বের অন্যতম পরিচিত গ্রুপ ‘অ্যানোনিমাস’ এর দাবি, গোটা বিশ্বকে চমকে দিয়ে ভিনগ্রহীদের অস্তিত্বের খবর দিতে নাকি গোপনে প্রস্তুত হচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
বিশ্বের একাধিক জঙ্গি সগঠনের তথ্য ফাঁস করেছে এই অ্যানোনিমাস। আইএসের বিরুদ্ধে রীতিমত জিহাদ ঘোষণা করেছে তারা। এবার তারাই তাদের ওয়েবসাইটে লিখেছে যে ‘নাসা বলছে এলিয়েনরা পৃথিবীর দিকে ধেয়ে আসছে!’
একটি ভিডিওতেও এমনটা দাবি করেছে গ্রুপটি। ভাঙা ভাঙা যান্ত্রিক গলায় অ্যানোনিমাসের তরফ থেকে বলা হয়েছে, শীঘ্রই ভিনগ্রহীদের নিয়ে বড়সড় ঘোষণা করতে চলেছে নাসা। গোপনে চলছে তার প্রস্তুতি।
অ্যানোনিমাসের দাবি, নাসার বিজ্ঞানী থমাস জুরবিউকেন বলেছেন, ‘নাসার সাম্প্রতিক কিছু আবিষ্কারই বলে দিচ্ছে যে আমরা এলিয়েন লাইফের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। ’
তিনি আরও বলেন, ২৫ বছর আগেও আমরা জানতাম না যে সৌরজগতের বাইরে আরো গ্রহ আছে। আর আজ আমরা সূর্যের কক্ষপথের বাইরে প্রায় ৩৪০০ গ্রহ আবিষ্কার করে ফেলেছি। আরও আবিষ্কার করে চলেছি। ’
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি