বুধবার, ২৮ জুন, ২০১৭, ০৭:২৭:০১

জানেন, মেয়েকে কোথায় পড়ান ঐশ্বরিয়া? জানলে অবাক হবেন

জানেন, মেয়েকে কোথায় পড়ান ঐশ্বরিয়া? জানলে অবাক হবেন

বিনোদন ডেস্ক : মেয়ে আরাধ্যা এখন একটু একটু করে পড়াশোনা শুরু করেছে। চাপ তেমন নেই। কিন্তু দিনের একটা সময়ে নিয়ম করে যে পড়তে বসতে হয়, সেই পাঠটাই আপাতত মেয়েকে দিতে চাইছেন বলিউডের এক সময়ে তুমুল জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রাই।

সে তো সব মাই করতে চান। কিন্তু রাইসুন্দরী তার ব্যস্ততার ফাঁকে এই মোক্ষম কাজটি করার সময়ই বের করতে পারছিলেন না। এদিকে, মেয়ে আরাধ্যাও হয়েছে তেমন। মা ছাড়া চট করে আর কারও কাছে সে পড়তে বসতেই চায় না।

এই দোটানায় পড়ে একটি উপায় বের করেছেন বচ্চন পুত্রবধূ। তিনি কোথাও যাওয়ার সময়ে মেয়েকে সঙ্গে নিয়ে নেন। বিশেষ করে দিনের বেলা হলে তো কথাই নেই। মুম্বাইয়ের কুখ্যাত ট্র্যাফিক জ্যামই হয়ে উঠেছে ঐশ্বর্যার সমস্যার সমাধান! গাড়িতে বসে ওই ট্র্যাফিক জ্যামেই মেয়েকে পড়াতে থাকেন তিনি।

শ্যুটিং স্পটে গেলে তার মেক-আপ ভ্যানেই আরাধ্যাকে স্নান করিয়ে, খাইয়ে, ঘুম পাড়িয়ে কাজে যান। ফেরার পথে আবার ট্র্যাফিক জ্যামের সুযোগ নিয়ে মেয়েকে পড়াতে পড়াতে ফেরেন। এই না হলে মা!
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে