এক্সক্লুসিভ ডেস্ক : পোশাকে কেন থাকবে নারী-পুরুষ বৈষম্য? এই আওয়াজ তুলে এবার স্কার্ট পরতে শুরু করলেন ইউরোপের বেশ কয়েকটি দেশের পুরুষরা। প্রচণ্ড গরমে অফিসেও শর্টস পরার দাবি জানিয়েছিলেন এরা। সেই দাবি খারিজ হয়ে যাওয়ায় মেয়েদের মতো শর্ট স্কার্ট পরতে শুরু করেছেন এরা।
ফ্রান্সের কয়েকজন বাস চালক স্কার্ট পরে কাজে আসেন। সেই ছবি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বাস চালকদের সমর্থনে গলা মিলিয়েছেন। মেয়েরা যদি অফিসে স্কার্ট পরতে পারে, তাহলে পুরুষরা কেন শর্টস পরতে পারবে না, সেই প্রশ্ন উঠেছে। প্রচণ্ড গরমেও কেন লং ট্রাউজার্স কর্মস্থলে পরতেই হবে তা জানতে চেয়েছেন অনেকে।
ফ্রান্সে সিএফডিটি সেমিটান ইউনিয়নের সদস্য বাস চালকরা স্কার্ট পরে কাজে আসতে শুরু করেছেন। ইউনিয়নের এক সদস্য গ্যাব্রিয়েল ম্যাগনের কথায়, 'উইন্ডস্ক্রিনের পেছনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় যেখানে সারাদিন বসে থাকতে হয়, সেখানে পোশাক বিধি নিয়েও একটু ভাবনাচিন্তা করা উচিত।'
পরিবেশ যে ভাবে বদলাচ্ছে, সেদিকে খেয়াল রেখে যাতে কিছু নিয়মনীতিতেও বদল আনার দাবি উঠেছে। কয়েকদিন আগে ব্রিটেনের একটি স্কুলের ছাত্ররাও একই ভাবে স্কার্ট পরে ক্লাসে এসেছিল ইউনিফ্রম নীতির প্রতিবাদে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস